Swami Vivekananda: জীবনে চূড়ান্ত হতাশায় বাঁচার আশা জোগাবে স্বামীজির 'সব' এই বাণী, মানসিক সমস্যা কাটিয়ে দেবে ম্যাজিকের মতো

Last Updated:
Swami Vivekananda Top Motivational Quotes on Birth Anniversary: মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়াতে স্বামীজির এই বাণী আপনাকে উজ্জীবিত করবে
1/12
স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী: আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ১৮৬৩-র ১২ জানুয়ারির কলকাতায় গৌরমোহন মুখার্জি স্ট্রিটে জন্ম গ্রহণ করে৷ ১৯০২ সালের ৪ জুলাই স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বয়সে দেহ ত্যাগ করেন।
স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী: আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ১৮৬৩-র ১২ জানুয়ারির কলকাতায় গৌরমোহন মুখার্জি স্ট্রিটে জন্ম গ্রহণ করে৷ ১৯০২ সালের ৪ জুলাই স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বয়সে দেহ ত্যাগ করেন।
advertisement
2/12
সাধারণ মানুষের মনে সাহস, নির্ভীকতা ও সব কাজে জয়ী হওয়ার মনোভাব তৈরি হয় স্বামীজী তাঁর দৃপ্ত বাণীর মাধ্যমে৷ তিনি ছিলেন বাঙালি তথা ভারতবাসীর যুগপুরুষ৷
সাধারণ মানুষের মনে সাহস, নির্ভীকতা ও সব কাজে জয়ী হওয়ার মনোভাব তৈরি হয় স্বামীজী তাঁর দৃপ্ত বাণীর মাধ্যমে৷ তিনি ছিলেন বাঙালি তথা ভারতবাসীর যুগপুরুষ৷
advertisement
3/12
Swami Vivekananda Top Motivational Quotes জীবনের পথে কখনও হতাশা ঘিরে ধরলে স্বামী বিবেকানন্দের বাণী আপনাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করতে পারে। মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়াতে বিবেক বাণী আপনাকে উজ্জীবিত করবে
Swami Vivekananda Top Motivational Quotes জীবনের পথে কখনও হতাশা ঘিরে ধরলে স্বামী বিবেকানন্দের বাণী আপনাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করতে পারে। মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়াতে বিবেক বাণী আপনাকে উজ্জীবিত করবে
advertisement
4/12
বিবেকানন্দের জীবনী এবং তাঁর সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিষয় জানুন৷স্বামী বিবেকানন্দে জন্ম তারিখ: ১২ জানুয়ারি, ১৮৬৩ জন্মস্থান: কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি পিতা-মাতা: ভুবনেশ্বরী দেবী (মা) এবং বিশ্বনাথ দত্ত (পিতা) শিক্ষা: কলকাতা মেট্রোপলিটন স্কুল, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা ইনস্টিটিউশন: রামকৃষ্ণ মঠ, রাম কৃষ্ণ মিশন, নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি দর্শন: অদ্বৈত বেদান্ত প্রকাশনা: কর্ম যোগ (১৮৯৬); রাজা যোগ (১৮৯৬); কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত বক্তৃতা (১৮৯৭); মাই মাস্টার (১৯০১) মারা যান: ৪ জুলাই, ১৯০২ মৃত্যুর স্থান: বেলুড় মঠ, বেলুর, বেঙ্গল মেমোরিয়াল: বেলুর মঠ, বেলুর, পশ্চিমবঙ্গ
বিবেকানন্দের জীবনী এবং তাঁর সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিষয় জানুন৷স্বামী বিবেকানন্দেজন্ম তারিখ: ১২ জানুয়ারি, ১৮৬৩জন্মস্থান: কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সিপিতা-মাতা: ভুবনেশ্বরী দেবী (মা) এবং বিশ্বনাথ দত্ত (পিতা)শিক্ষা: কলকাতা মেট্রোপলিটন স্কুল, প্রেসিডেন্সি কলেজ, কলকাতাইনস্টিটিউশন: রামকৃষ্ণ মঠ, রাম কৃষ্ণ মিশন, নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটিদর্শন: অদ্বৈত বেদান্তপ্রকাশনা: কর্ম যোগ (১৮৯৬); রাজা যোগ (১৮৯৬); কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত বক্তৃতা (১৮৯৭); মাই মাস্টার (১৯০১)মারা যান: ৪ জুলাই, ১৯০২মৃত্যুর স্থান: বেলুড় মঠ, বেলুর, বেঙ্গলমেমোরিয়াল: বেলুর মঠ, বেলুর, পশ্চিমবঙ্গ
advertisement
5/12
স্বামী বিবেকানন্দ একজন বহুমুখী প্রতিভার অধিকারী৷ তাঁর বক্তৃতা মানুষকে চলার পথের দিশা দেখায়৷ কখনও কোনও খারাপ সময়ে স্বামীজীর কথা শুনুন, জীবন পরিপূর্ণতায় ভরে উঠবে৷ আপনি অনুপ্রাণিত হবেন৷
স্বামী বিবেকানন্দ একজন বহুমুখী প্রতিভার অধিকারী৷ তাঁর বক্তৃতা মানুষকে চলার পথের দিশা দেখায়৷ কখনও কোনও খারাপ সময়ে স্বামীজীর কথা শুনুন, জীবন পরিপূর্ণতায় ভরে উঠবে৷ আপনি অনুপ্রাণিত হবেন৷
advertisement
6/12
প্রতিদিনের জীবনে হতাশা বা ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে স্বামীজীর বাণী ম্যাজিকের মতো কাজ করনে৷ মানসিক চাপ কাটিয়ে আপনি ঘুরে দাঁড়াবেন৷ যাবতীয় মনের সমস্যার সমাধান হবে৷
প্রতিদিনের জীবনে হতাশা বা ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে স্বামীজীর বাণী ম্যাজিকের মতো কাজ করনে৷ মানসিক চাপ কাটিয়ে আপনি ঘুরে দাঁড়াবেন৷ যাবতীয় মনের সমস্যার সমাধান হবে৷
advertisement
7/12
রইল তেমনই কয়েকটা স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বিখ্যাত উক্তি, যা আপনার জীবেন অন্ধকার কাটিয়ে নতুন আলো আনতে সাহায্য করবে৷
রইল তেমনই কয়েকটা স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বিখ্যাত উক্তি, যা আপনার জীবেন অন্ধকার কাটিয়ে নতুন আলো আনতে সাহায্য করবে৷
advertisement
8/12
কিছু চাইবেন না, বিনিময়ে কিছু আশা করবেন না। যা দিতে চাও, দাও৷ তিনি আপনার কাছে ফিরে আসবেন, কিন্তু এখনই তাকে নিয়ে ভাববেন না।স্বামী বিবেকানন্দ
কিছু চাইবেন না, বিনিময়ে কিছু আশা করবেন না। যা দিতে চাও, দাও৷ তিনি আপনার কাছে ফিরে আসবেন, কিন্তু এখনই তাকে নিয়ে ভাববেন না।স্বামী বিবেকানন্দ
advertisement
9/12
যখন কোনও চিন্তা সম্পূর্ণরূপে মন দখল করে, তখন তা প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় পরিণত হয়।স্বামী বিবেকানন্দ
যখন কোনও চিন্তা সম্পূর্ণরূপে মন দখল করে, তখন তা প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় পরিণত হয়।স্বামী বিবেকানন্দ
advertisement
10/12
আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন তবে আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না।স্বামী বিবেকানন্দ
আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন তবে আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না।স্বামী বিবেকানন্দ
advertisement
11/12
জেগে ওঠো, জাগো, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না।স্বামী বিবেকানন্দ
জেগে ওঠো, জাগো, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না।স্বামী বিবেকানন্দ
advertisement
12/12
একবারে একটি কাজ করুন, এবং এটি করার সময় সমস্ত কিছু চিন্তা সরিয়ে রেখে দিয়ে আপনার পুরো আত্মাকে এতে নিমজিত করুন।স্বামী বিবেকানন্দ
একবারে একটি কাজ করুন, এবং এটি করার সময় সমস্ত কিছু চিন্তা সরিয়ে রেখে দিয়ে আপনার পুরো আত্মাকে এতে নিমজিত করুন।স্বামী বিবেকানন্দ
advertisement
advertisement
advertisement