Super Fruit Guava: বেদানা, আপেল, কমলা সব ফলের গুণ একটাই ফলে, কামাল গুণে ঠাসা পেয়ারা, কিন্তু ঠিক কখন খেলে তবেই লাভ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Super Fruit Guava Ideal Timing for Eatting Guava: আপেল, বেদানা, কমলা এত সব ফলের গুণ সবই অল্প অল্প করে ঠাসা রয়েছে সস্তার ফল পেয়ারায়৷
পেয়ারাকে বলা হয় সুপার ফ্রুট৷ শুধু যে স্বাদের দিক থেকেই এই ফল যেমন দারুণ তেমনিই পুষ্টিগুণ একেবারে ঠুসে ঠুসে ভরা এই পেয়ারার মধ্যে৷ পেয়ারার মধ্যে এত গুণাবলী রয়েছে যাতে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে৷ যা শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে৷ তাই সহজে এটা খেয়েই পুষ্টিতে সহায়ক হয়ে উঠতে পারে৷ Photo- Representative
advertisement
advertisement
ভিটামিন ও মিনারেল (Vitamints and Minerals)পেয়ারা এমন একটা ফল নিউট্রিশানাল পাওয়ার হাউস, এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থাকে৷ একটি মিডিয়াম সাইজ পেয়ারা রোজকার ভিটামিন সি-র যোগান দেওয়া হয়৷ এটা ইমিউনিটিকে খুবই শক্তিশালী করে৷ পাশাপাশি পেয়ারাতে খুবই ফাইবার, পটাশিয়াম, একাধিক অ্যান্টি অক্সিডেন্ট ঠেসে রয়েছে৷ সুস্বাস্থ্যের বড় চাবিকাঠি এই পেয়ারা৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে (Blood Sugar Control)পেয়ারার একটি কম গ্লাইসেমিক সূচক রয়েছে এবং এটি খাদ্যতালিকাগত ফাইবার সমৃদ্ধ, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চায় এমন ব্যক্তিদের জন্য এটি একটি অনুকূল পছন্দ করে তোলে। ফাইবার উপাদান চিনির শোষণকে ধীর করে দেয়, রক্তে গ্লুকোজের মাত্রায় হঠাৎ স্পাইক এবং ক্র্যাশ প্রতিরোধ করে। এটি যাদের ডায়াবেটিস আছে বা যাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্য রয়েছে তাদের জন্য পেয়ারা একটি উপযুক্ত ফল করে তোলে। Photo- Representative
advertisement
advertisement