Sunset Point For Tourists: পিকচার পোস্টকার্ড সত্যি হয়, বাঁকুড়ায় ঘুরতে এলে কোনওভাবেই মিস করবেন না এই স্পট, রইল সুলুকসন্ধান

Last Updated:
Sunset Point For Tourists: সূর্যাস্ত দেখার দুর্দান্ত ডেস্টিনেশন বাঁকুড়ায়, শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব। এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় শুশুনিয়া
1/6
বাঁকুড়া জেলার বিসিন্দা পাহাড়। আজ থেকে ১৪ বছর আগে একেবারে হার কঙ্কাল বের করা পাথরের শুষ্ক ন্যাড়া ছিল এই পাহাড়টি
বাঁকুড়া জেলার বিসিন্দা পাহাড়। আজ থেকে ১৪ বছর আগে একেবারে হার কঙ্কাল বের করা পাথরের শুষ্ক ন্যাড়া ছিল এই পাহাড়টি
advertisement
2/6
আজ সেই পাহাড়টা সবুজে ঘেরা। এখন ভালো লাগে যে বহু মানুষ এই পাহাড়ে ঘুরতে আসেন।
আজ সেই পাহাড়টা সবুজে ঘেরা। এখন ভালো লাগে যে বহু মানুষ এই পাহাড়ে ঘুরতে আসেন।
advertisement
3/6
পাহাড়ের উপরে রয়েছে মা নাচন চন্ডির মন্দির। যার জন্য পাহাড়ের নাম নাচনচণ্ডী পাহাড়।
পাহাড়ের উপরে রয়েছে মা নাচনচণ্ডীর মন্দির। যার জন্য পাহাড়ের নাম নাচন চন্ডী পাহাড়
advertisement
4/6
এই পাহাড়ের সূর্যাস্ত দেখলে মন গলে যাবে। সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ।
এই পাহাড়ের সূর্যাস্ত দেখলে মন গলে যাবে। সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে দূর দূরান্ত থেকে আসে মানুষ।
advertisement
5/6
পাহাড়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই পৌঁছে যাবেন পাহাড়ের চূড়ায়।
পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই পৌঁছে যাবেন পাহাড়ের চূড়ায়।
advertisement
6/6
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির অন্তর্গত বনাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশিন্দা পাহাড়। বাঁকুড়া শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির অন্তর্গত বনাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশিন্দা পাহাড়। বাঁকুড়া শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব।
advertisement
advertisement
advertisement