অনেকেই বলেন, আম হল ফলের রাজা। কারণ এর চেয়ে সুস্বাদু আর রসালো ফল এই দুনিয়ায় কমই আছে। গরমকালে হাজার কষ্ট যেন উপেক্ষা করা যায় শুধু এই ফলের জন্য। আম যেমন কেটে খাওয়া যায়, তেমনই আমের আচার, চাটনি, মিল্কশেক, আইসক্রিম ইত্যাদি বানিয়েও খাওয়া যায়। আমবিলাসী হলে এবারের গরমে এই ৬ রকমের আম চেখে দেখাই যায়, কোনওটারই বাজারে অভাব নেই। (Mango Varieties)
কেসর-- গুজরাতের গিরনার পর্বতের পাদদেশ হল এই আমের উৎসস্থল। একেও আবার আমের রানি বলা হয়। কেসর আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি৬, সি এবং ই রয়েছে। কেসরের স্বাদ ও সুগন্ধ দুই অত্যন্ত ভালো। এর শাঁসের রঙ জাফরানের মতো বলে একে কেশর নাম দেওয়া হয়েছে। কেসর আমের পাল্প ব্যবহার করার সবচেয়ে ভালো উপায় হল আমের লস্যি, আমের বরফি এবং আমের পেঁড়া তৈরি করা।