Snake Bite: গরম এলেই গ্রামগঞ্জে সাপে কাটার আতঙ্ক! কীভাবে বাঁচাবেন? সাপে কাটলে কী করবেন, কী নয়? জানুন
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Snake Bite: সাপে কাটলে কী করবেন, কী করবেন না! বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে করণীয় কী, সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা কী?
*সাপের কামড়ের পর প্রাণ বাঁচাতে কী করণীয়? সে বিষয়ে এখনও অবগত নয় বহু মানুষ। এখনও সাপের কামড়ের ফলে মানুষ বাস করে অন্ধবিশ্বাস ও কুসংস্কারে। তাতে নষ্ট হয় বহু সময়। গ্রামাঞ্চলের মানুষ সাপের কামড়ের মতো ঘটনা ঘটলে মারাত্মক যে ভুলগুলি করে ফেলে তাতেই মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। তাই সাপের কামড় থেকে প্রাণ বাঁচাতে হলে কি করা উচিৎ? তা বিস্তারিত জানাচ্ছেন সর্প বিশেষজ্ঞ শুভেন্দু গঙ্গোপাধ্যায়। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি।
advertisement
*প্রতিবছর আমাদের দেশে সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়। শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি। বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ সচেতনতার অভাব, সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা নিতে বিলম্ব হওয়া। কয়েকটি লক্ষণ দেখলেই বুঝতে পারবেন সাপে কামড়ানো ব্যক্তির বিষক্রিয়া হচ্ছে কিনা। কিছুক্ষেত্রে কোন সাপে কামড়েছে তাও বোঝা যায় লক্ষণ দেখে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*যদি সাপটিকে মেরে ফেলা হয় ক্রোধের বশে, তাহলে সেই মৃত সাপ হাসপাতালে নিয়ে যান। তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনওভাবেই হাত দিয়ে ধরা যাবে না। কিছু সাপ মরার ভান করে থাকে। তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
*সাপে কামড়ালে না জেনে আমরা এমন কিছু কাজ করি, যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়। তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি। কোনও ধরনের শক্ত বাঁধন/গিঁট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায়, হাত বা পায়ে কামড় দিলে, কামড়ানো জায়গা থেকে ওপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়, যাতে বিষ ছড়িয়ে না পড়ে। কিন্তু তার বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। বরং এতে হাত/পায়ে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়। ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
*কামড়ানোর স্থানে ব্লেড, ছুরি দিয়ে কাটাকুটি করা যাবে না। অনেক মানুষের ধারণা, আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভাল হয়ে যাবেন। বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এভাবে বের করা সম্ভব নয়। কোনও অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না। কোনো ভেষজ ওষুধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না। সংগৃহীত ছবি।
advertisement






