Skin Care Tips: হাঁটু-কনুইয়ে কালো দাগ? ছুটতে হবে না পার্লারে, ঘরোয়া টোটকাতেই হতে পারে সুরাহা

Last Updated:
Skin Care Tips: হাঁটু ও কনুইয়ের কালো দাগ বাড়িয়ে তুলেছে সমস্যা। পছন্দমত পোশাক পড়তে পারছেন না। ঘরোয়া উপায় মিলবে এই সমস্যার থেকে সমাধান।
1/5
হাঁটু ও কনুইয়ের কালো দাগ বাড়িয়ে তুলছে সমস্যা। সহজে যেতে চাইছে না এই কালো দাগ। তাই পছন্দমত পোশাক পড়তে অসুবিধা হচ্ছে। ঘরোয়া উপায়ে হাঁটু ও কনুইয়ের কালো দাগ তুলে ফেলার টিপস দিলেন ত্বক বিশেষজ্ঞ শিল্পী মন্ডল।
হাঁটু ও কনুইয়ের কালো দাগ বাড়িয়ে তুলছে সমস্যা। সহজে যেতে চাইছে না এই কালো দাগ। তাই পছন্দমত পোশাক পড়তে অসুবিধা হচ্ছে। ঘরোয়া উপায়ে হাঁটু ও কনুইয়ের কালো দাগ তুলে ফেলার টিপস দিলেন ত্বক বিশেষজ্ঞ শিল্পী মন্ডল।
advertisement
2/5
এক টুকরো লেবু নিয়ে কনুইয়ে ভাল করে ঘষতে হবে। তারপর সেই রসটিকে হাতেই শুকোতে দিতে হবে। ১০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এরপর সেখানে ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলতে হবে।
এক টুকরো লেবু নিয়ে কনুইয়ে ভাল করে ঘষতে হবে। তারপর সেই রসটিকে হাতেই শুকোতে দিতে হবে। দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এরপর সেখানে ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলতে হবে।
advertisement
3/5
হলুদ, মধু,দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে ফেলতে হবে। তারপর সেটি কনুইয়ে লাগিয়ে মিনিট কুড়ি পর ধুয়ে ফেলতে হবে।হলুদ ও দুধ ব্লিচের কাজ করে।
হলুদ, মধু, দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে ফেলতে হবে। তারপর সেটি কনুইয়ে লাগিয়ে মিনিট কুড়ি পর ধুয়ে ফেলতে হবে। হলুদ ও দুধ ব্লিচের কাজ করে।
advertisement
4/5
হাঁটুর কালো দাগ দূর করতে হলে দু চামচ মধু ও ওটস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর সেটি হাঁটুতে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তারপর তা ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।
হাঁটুর কালো দাগ দূর করতে হলে দু চামচ মধু ও ওটস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর সেটি হাঁটুতে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তারপর তা ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।
advertisement
5/5
ত্বক বিশেষজ্ঞ শিল্পী মন্ডল জানান,
ত্বক বিশেষজ্ঞ শিল্পী মন্ডল জানান, " খুব সহজ উপায়ে হাঁটুর কালো দাগ দূর করতে হলে রাতে ঘুমোনোর আগে হাঁটুর কালো অংশে অলিভ অয়েল লাগিয়ে ঘষতে হবে। সপ্তাহে তিন দিন এই কাজ করলে মিলবে ফল। "
advertisement
advertisement
advertisement