Healthy Living : যৌন সঙ্গমের সময় আশ্লেষ-আদরের প্রেম দংশন বা লভ বাইট কিন্তু চরম ক্ষতিও করতে পারে

Last Updated:
Healthy Living : গাঢ় লাল বা পার্পল রঙের ওই চিহ্ন আপনার ভালবাসার প্রতীক হলেও আদতে তা আপনার সঙ্গী বা সঙ্গিনীর পক্ষে ক্ষতিকর হতে পারে ৷
1/7
যৌন সঙ্গমে সময় লাগামছাড়া তীব্রতা ও আশ্লেষে সঙ্গী বা সঙ্গিনীর শরীরে ফুটে ওঠে ‘লভ বাইট’ বা ‘হিকি’৷ গাঢ় লাল বা পার্পল রঙের ওই চিহ্ন আপনার ভালবাসার প্রতীক হলেও আদতে তা আপনার সঙ্গী বা সঙ্গিনীর পক্ষে ক্ষতিকর হতে পারে ৷
যৌন সঙ্গমে সময় লাগামছাড়া তীব্রতা ও আশ্লেষে সঙ্গী বা সঙ্গিনীর শরীরে ফুটে ওঠে ‘লভ বাইট’ বা ‘হিকি’৷ গাঢ় লাল বা পার্পল রঙের ওই চিহ্ন আপনার ভালবাসার প্রতীক হলেও আদতে তা আপনার সঙ্গী বা সঙ্গিনীর পক্ষে ক্ষতিকর হতে পারে ৷
advertisement
2/7
রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলেই এই দাগ দেখা দেয়৷ ব্লাড ক্লটিং, নীল ত্বকের ফুলে ওঠা ছাড়াও আরও কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে৷
রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলেই এই দাগ দেখা দেয়৷ ব্লাড ক্লটিং, নীল ত্বকের ফুলে ওঠা ছাড়াও আরও কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
3/7
ওরাল হার্পিস আছে এমন কোনও ব্যক্তির মাধ্যমে যদি লভ বাইট তৈরি হয়, তাহলে অসুখ ট্রান্সমিটেড হতে পারে সঙ্গিনীর মধ্যেও৷
ওরাল হার্পিস আছে এমন কোনও ব্যক্তির মাধ্যমে যদি লভ বাইট তৈরি হয়, তাহলে অসুখ ট্রান্সমিটেড হতে পারে সঙ্গিনীর মধ্যেও৷
advertisement
4/7
অনেকের শরীরে আয়রন কম থাকলে রক্তপ্রবাহ বাধা পেতে পারে ৷ সেই পরিস্থিতিতে যদি তাঁদের শরীরে লাভ বাইট দেখা দেয়, সেক্ষেত্রে দাগ মিলিয়ে যেতে সময় লাগবে ৷
অনেকের শরীরে আয়রন কম থাকলে রক্তপ্রবাহ বাধা পেতে পারে ৷ সেই পরিস্থিতিতে যদি তাঁদের শরীরে লাভ বাইট দেখা দেয়, সেক্ষেত্রে দাগ মিলিয়ে যেতে সময় লাগবে ৷
advertisement
5/7
অনেক সময়েই লভ বাইট বিপজ্জনক হয়ে দেখা দেয়৷ শরীরের একটি ক্ষুদ্র ধমনীও যদি বাধা পায়, তাহলে স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়৷
অনেক সময়েই লভ বাইট বিপজ্জনক হয়ে দেখা দেয়৷ শরীরের একটি ক্ষুদ্র ধমনীও যদি বাধা পায়, তাহলে স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়৷
advertisement
6/7
প্যারালাইজড অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷ নিউজিল্যান্ডে ২০১১ সালে একটি ঘটনায় লভ বাইটের জেরে ৪৪ বছর বয়সি এক মহিলার বাঁ হাত প্যারালাইডজ হয়ে পড়েছিল৷
প্যারালাইজড অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷ নিউজিল্যান্ডে ২০১১ সালে একটি ঘটনায় লভ বাইটের জেরে ৪৪ বছর বয়সি এক মহিলার বাঁ হাত প্যারালাইডজ হয়ে পড়েছিল৷
advertisement
7/7
শারীরিক সমস্যার পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকে মানসিক সমস্যাও৷ সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে লভ বাইট মিলিয়ে যায়৷ কিন্তু অনেক সময়েই এই দাগ খুব গভীর হয়ে বসে যায়৷ ফলে চট করে এই দাগ উঠে যেতে চায় না৷ সেই পরিস্থিতিতে আপনার সঙ্গিনী লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে পারেন৷ কারণ তাঁকে সব সময় ওই দাগ লুকিয়ে রাখার চেষ্টা করে যেতে হয়৷
শারীরিক সমস্যার পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকে মানসিক সমস্যাও৷ সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে লভ বাইট মিলিয়ে যায়৷ কিন্তু অনেক সময়েই এই দাগ খুব গভীর হয়ে বসে যায়৷ ফলে চট করে এই দাগ উঠে যেতে চায় না৷ সেই পরিস্থিতিতে আপনার সঙ্গিনী লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে পারেন৷ কারণ তাঁকে সব সময় ওই দাগ লুকিয়ে রাখার চেষ্টা করে যেতে হয়৷
advertisement
advertisement
advertisement