ত্বকে বলিরেখা, দাগ? ঘরের এই জিনিস ধোয়া জলেই হবে ম্যাজিক! বয়স কমবে হুহু করে...পাবেন আয়নার মতো ঝকঝকে ত্বক!

Last Updated:
Korean Beauty Secret: কোরিয়ান গ্লো পেতে চান? এই সাদা জিনিস ধোয়া জলেই লুকিয়ে আছে ম্যাজিক! জানুন কীভাবে বলিরেখা দূর করে ঘরোয়া উপায়ে ত্বকে আনবেন উজ্জ্বলতা ও টানটান ভাব!
1/7
আয়নায় নিজেকে দেখলে কি মনে হয় ত্বকের তারুণ্য হারিয়ে গেছে? চিন্তা করবেন না। কোরিয়ান মহিলারা যেভাবে প্রাকৃতিক পদ্ধতিতে তাদের সৌন্দর্য ধরে রাখেন, সেই উপায় আপনি ঘরেই কাজে লাগাতে পারেন। এর জন্য চাই সামান্য চালের জল ও একটু নিয়মিত যত্ন। তাহলেই ত্বক ফিরে পাবে তার উজ্জ্বলতা, দৃঢ়তা আর বয়সের ছাপ হবে অনেকটাই কম!
আয়নায় নিজেকে দেখলে কি মনে হয় ত্বকের তারুণ্য হারিয়ে গেছে? চিন্তা করবেন না। কোরিয়ান মহিলারা যেভাবে প্রাকৃতিক পদ্ধতিতে তাদের সৌন্দর্য ধরে রাখেন, সেই উপায় আপনি ঘরেই কাজে লাগাতে পারেন। এর জন্য চাই সামান্য জল ও একটু নিয়মিত যত্ন। তাহলেই ত্বক ফিরে পাবে তার উজ্জ্বলতা, দৃঢ়তা আর বয়সের ছাপ হবে অনেকটাই কম!
advertisement
2/7
🔹 কেন কোরিয়ানদের ত্বক এত সুন্দর?সারা বিশ্বে কোরিয়ান নারীদের সৌন্দর্য ও উজ্জ্বল ত্বকের জন্য সম্মান করা হয়। তাদের রূপচর্চার পেছনে আছে শতাব্দী পুরনো কিছু প্রাকৃতিক নিয়ম। তারা প্রচুর জল পান করেন, স্বাস্থ্যকর খাবার খান এবং ত্বকের পরিচর্যায় কেমিক্যাল নয়, ব্যবহার করেন প্রাকৃতিক উপাদান। এর মধ্যেই অন্যতম একটি গোপন রহস্য—চালের জল।
🔹 কেন কোরিয়ানদের ত্বক এত সুন্দর? সারা বিশ্বে কোরিয়ান নারীদের সৌন্দর্য ও উজ্জ্বল ত্বকের জন্য সম্মান করা হয়। তাদের রূপচর্চার পেছনে আছে শতাব্দী পুরনো কিছু প্রাকৃতিক নিয়ম। তারা প্রচুর জল পান করেন, স্বাস্থ্যকর খাবার খান এবং ত্বকের পরিচর্যায় কেমিক্যাল নয়, ব্যবহার করেন প্রাকৃতিক উপাদান। এর মধ্যেই অন্যতম একটি গোপন রহস্য—চালের জল।
advertisement
3/7
🔹 চালের জল কীভাবে ত্বকে জাদু আনে?চালের মধ্যে রয়েছে ভিটামিন বি, ই, মিনারেলস ও অ্যামিনো অ্যাসিড যা ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়। চালের জল ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়, যার ফলে বলিরেখা কমে আসে। পাশাপাশি এটি ত্বকের দাগছোপ দূর করে ও উজ্জ্বলতা বাড়ায়। কোরিয়ার নারীরা বহু বছর ধরেই তাদের মুখ ধুতে চালের জল ব্যবহার করেন।
🔹 চালের জল কীভাবে ত্বকে জাদু আনে? চালের মধ্যে রয়েছে ভিটামিন বি, ই, মিনারেলস ও অ্যামিনো অ্যাসিড যা ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়। চালের জল ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়, যার ফলে বলিরেখা কমে আসে। পাশাপাশি এটি ত্বকের দাগছোপ দূর করে ও উজ্জ্বলতা বাড়ায়। কোরিয়ার নারীরা বহু বছর ধরেই তাদের মুখ ধুতে চালের জল ব্যবহার করেন।
advertisement
4/7
🧴 তৈরির উপকরণ:আধ কাপ চাল (অপালিশ করা হলে ভালো হয়) ২ কাপ জল
&#x1f9f4; তৈরির উপকরণ: আধ কাপ চাল (অপালিশ করা হলে ভালো হয়) ২ কাপ জল। &#x1f9c2; <strong data-start="1329" data-end="1357">তৈরি ও ব্যবহারের পদ্ধতি:</strong>প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন যেন ময়লা না থাকে।২ কাপ জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।মাঝেমধ্যে হাত দিয়ে চাল ঘষুন, যাতে এর উপকারী উপাদান জলে মিশে যায়।এবার সেই জল ছেঁকে আলাদা করে নিন। এটাই হল আপনার রূপচর্চার ‘আমৃত্যু ওষুধ’।
advertisement
5/7
&#x1f449; ব্যবহার:প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর তুলোর সাহায্যে বা স্প্রে বোতলে চালের জল মুখে ও গলায় লাগান। ১৫–২০ মিনিট রেখে দিন, তারপর সাধারণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৪–৫ বার ব্যবহার করলে ফল মিলবে চোখে পড়ার মতো।
&#x1f449; ব্যবহার: প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর তুলোর সাহায্যে বা স্প্রে বোতলে চালের জল মুখে ও গলায় লাগান। ১৫–২০ মিনিট রেখে দিন, তারপর সাধারণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৪–৫ বার ব্যবহার করলে ফল মিলবে চোখে পড়ার মতো।
advertisement
6/7
&#x1f96c; আরও কিছু কোরিয়ান স্কিন কেয়ার টিপস:প্রতিদিন ২–৩ লিটার জল পান করুন, ত্বক থাকবে হাইড্রেটেড বেশি করে ফল ও সবজি খান, বিশেষ করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার রাতে শোবার আগে মুখ ভালো করে পরিষ্কার করুন মুখে হালকা ম্যাসাজ করুন, এতে রক্ত চলাচল বাড়ে এবং ত্বক টানটান থাকে
&#x1f96c; আরও কিছু কোরিয়ান স্কিন কেয়ার টিপস: প্রতিদিন ২–৩ লিটার জল পান করুন, ত্বক থাকবে হাইড্রেটেড বেশি করে ফল ও সবজি খান, বিশেষ করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার রাতে শোবার আগে মুখ ভালো করে পরিষ্কার করুন মুখে হালকা ম্যাসাজ করুন, এতে রক্ত চলাচল বাড়ে এবং ত্বক টানটান থাকে।
advertisement
7/7
&#x1f50d; কেন ব্যবহার করবেন এই কোরিয়ান পদ্ধতি? সম্পূর্ণ প্রাকৃতিক, কোনও রাসায়নিক নেই খরচ কম, ঘরোয়া উপায় ত্বক দীর্ঘদিন তারুণ্য ধরে রাখে বলিরেখা, পিগমেন্টেশন ও দাগ ধীরে ধীরে হ্রাস পায়
&#x1f50d; কেন ব্যবহার করবেন এই কোরিয়ান পদ্ধতি? সম্পূর্ণ প্রাকৃতিক, কোনও রাসায়নিক নেই খরচ কম, ঘরোয়া উপায় ত্বক দীর্ঘদিন তারুণ্য ধরে রাখে বলিরেখা, পিগমেন্টেশন ও দাগ ধীরে ধীরে হ্রাস পায়।
advertisement
advertisement
advertisement