ত্বকে বলিরেখা, দাগ? ঘরের এই জিনিস ধোয়া জলেই হবে ম্যাজিক! বয়স কমবে হুহু করে...পাবেন আয়নার মতো ঝকঝকে ত্বক!
- Published by:Tias Banerjee
Last Updated:
Korean Beauty Secret: কোরিয়ান গ্লো পেতে চান? এই সাদা জিনিস ধোয়া জলেই লুকিয়ে আছে ম্যাজিক! জানুন কীভাবে বলিরেখা দূর করে ঘরোয়া উপায়ে ত্বকে আনবেন উজ্জ্বলতা ও টানটান ভাব!
advertisement
🔹 কেন কোরিয়ানদের ত্বক এত সুন্দর? সারা বিশ্বে কোরিয়ান নারীদের সৌন্দর্য ও উজ্জ্বল ত্বকের জন্য সম্মান করা হয়। তাদের রূপচর্চার পেছনে আছে শতাব্দী পুরনো কিছু প্রাকৃতিক নিয়ম। তারা প্রচুর জল পান করেন, স্বাস্থ্যকর খাবার খান এবং ত্বকের পরিচর্যায় কেমিক্যাল নয়, ব্যবহার করেন প্রাকৃতিক উপাদান। এর মধ্যেই অন্যতম একটি গোপন রহস্য—চালের জল।
advertisement
🔹 চালের জল কীভাবে ত্বকে জাদু আনে? চালের মধ্যে রয়েছে ভিটামিন বি, ই, মিনারেলস ও অ্যামিনো অ্যাসিড যা ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়। চালের জল ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়, যার ফলে বলিরেখা কমে আসে। পাশাপাশি এটি ত্বকের দাগছোপ দূর করে ও উজ্জ্বলতা বাড়ায়। কোরিয়ার নারীরা বহু বছর ধরেই তাদের মুখ ধুতে চালের জল ব্যবহার করেন।
advertisement
🧴 তৈরির উপকরণ: আধ কাপ চাল (অপালিশ করা হলে ভালো হয়) ২ কাপ জল। 🧂 <strong data-start="1329" data-end="1357">তৈরি ও ব্যবহারের পদ্ধতি:</strong>প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন যেন ময়লা না থাকে।২ কাপ জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।মাঝেমধ্যে হাত দিয়ে চাল ঘষুন, যাতে এর উপকারী উপাদান জলে মিশে যায়।এবার সেই জল ছেঁকে আলাদা করে নিন। এটাই হল আপনার রূপচর্চার ‘আমৃত্যু ওষুধ’।
advertisement
advertisement
advertisement