গতবারও এইভাবেই লাফিয়ে বেড়েছিল 'করোনা'! এই সময় ঘুরতে গেলে কোথায় কোথায় যাবেন না? জেনে নিন
- Published by:Tias Banerjee
Last Updated:
COVID 19 Rises: ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ. কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে। নতুন ঢেউয়ের জন্য দায়ী ওমিক্রনের LF.7 ও NB.1.8 সাবভ্যারিয়েন্ট। এই আবহে বেড়াতে যাওয়া কতটা নিরাপদ? জেনে নিন।
advertisement
advertisement
advertisement
সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে ফের করোনার বাড়বাড়ন্তের খবর পাওয়ার পর সোমবার ভারতের অবস্থা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক হয়৷ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মিলে এই বৈঠকে অংশ নিয়ে দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷
advertisement
গত ১২ মে-র পর ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৪ জন৷ এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৫৭৷ সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে৷ দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫, রাজস্থানে ২, গুজরাতে ৭, মহারাষ্ট্রে ৫৬, কর্ণাটকে ১৩, কেরলে ৯৫, তামিলনাড়ুতে ৬৬, পুদুচেরিতে ১০, হরিয়ানায় ১, সিকিমে ১ ও পশ্চিমবঙ্গে ১জন কোভিড ১৯ পজিটিভ বলে জানা গিয়েছে।
advertisement
কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড ড্যাশবোর্ড অনুযায়ী, ১৯ মে পর্যন্ত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। গত ১২ মে থেকে কেরলে ৬৯ জন, মহারাষ্ট্রে ৪৪ জন এবং তামিলনাড়ুতে ৩৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতি ফের একবার আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
advertisement
advertisement
advertisement
advertisement