পুরুষের কাছ থেকে মেয়েরা যে কথা শুনলেই কামনায় পাগল হয়, দেখুন

Last Updated:
এ কথা জানা যে দোষ গুণ মিলিয়েই একটা মানুষ তৈরি হয়। কিন্তু তবু, দোষটা না বলে গুণের কথা বললে মানুষ বেশি খুশি হয়।
1/5
• ‘‌তুমিই আমার জীবনের একমাত্র নারী।’‌ মেয়েরা এই কথাটাই তাঁর পুরুষ সঙ্গীর থেকে শুনতে চায়। কারণ, যে কেউ চায় তার জীবনের সঙ্গী তার একার হয়ে থাকুক। সবটা জুড়ে থাকুক তাদের ভালবাসা।
• ‘‌তুমিই আমার জীবনের একমাত্র নারী।’‌ মেয়েরা এই কথাটাই তাঁর পুরুষ সঙ্গীর থেকে শুনতে চায়। কারণ, যে কেউ চায় তার জীবনের সঙ্গী তার একার হয়ে থাকুক। সবটা জুড়ে থাকুক তাদের ভালবাসা।
advertisement
2/5
• ‘‌তোমার সঙ্গে আমি সবচেয়ে সুখী’‌। এই কথাটা মেয়েদের তৃপ্তি দেয়। এ কথা জানা যে দোষ গুণ মিলিয়েই একটা মানুষ তৈরি হয়। কিন্তু তবু, দোষটা না বলে গুণের কথা বললে মানুষ বেশি খুশি হয়। তাই মেয়েদের যদি বলা যায়, তুমি আমার জীবনে সব সুখ এনেছো, তাহলে তারা খুশি হয়।
• ‘‌তোমার সঙ্গে আমি সবচেয়ে সুখী’‌। এই কথাটা মেয়েদের তৃপ্তি দেয়। এ কথা জানা যে দোষ গুণ মিলিয়েই একটা মানুষ তৈরি হয়। কিন্তু তবু, দোষটা না বলে গুণের কথা বললে মানুষ বেশি খুশি হয়। তাই মেয়েদের যদি বলা যায়, তুমি আমার জীবনে সব সুখ এনেছো, তাহলে তারা খুশি হয়।
advertisement
3/5
• ‘‌তুমি আমার বেস্ট ফ্রেন্ড’‌। প্রেমে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি। আর প্রেমিকা যদি বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারে, তাহলে কোনও কথাই নেই। যদি সত্যিই আপনার সঙ্গী আপনার বেস্ট ফ্রেন্ড হয়, আর আপনি সেটা তাকে উপলব্ধি করাতে পারেন, তাহলে তার থেকে ভাল কিছু হতে পারে না।
• ‘‌তুমি আমার বেস্ট ফ্রেন্ড’‌। প্রেমে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি। আর প্রেমিকা যদি বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারে, তাহলে কোনও কথাই নেই। যদি সত্যিই আপনার সঙ্গী আপনার বেস্ট ফ্রেন্ড হয়, আর আপনি সেটা তাকে উপলব্ধি করাতে পারেন, তাহলে তার থেকে ভাল কিছু হতে পারে না।
advertisement
4/5
• ‘‌তোমাকে সত্যি বলি, মিথ্যা বলি না।’‌ আসলে সত্যি মিথ্যের বেড়াজালে অনেক সম্পর্কেরই ক্ষতি হয়। তাই মেয়েরা চায়, যত তেতোই হোক, সত্যিটা শুনতে। আর আপনার সঙ্গীকে যদি আপনি সব সত্যি বলার সাহস রাখেন, তাহলে সম্পর্ক অটুট হয়।
• ‘‌তোমাকে সত্যি বলি, মিথ্যা বলি না।’‌ আসলে সত্যি মিথ্যের বেড়াজালে অনেক সম্পর্কেরই ক্ষতি হয়। তাই মেয়েরা চায়, যত তেতোই হোক, সত্যিটা শুনতে। আর আপনার সঙ্গীকে যদি আপনি সব সত্যি বলার সাহস রাখেন, তাহলে সম্পর্ক অটুট হয়।
advertisement
5/5
• ‘‌তোমার যা ভাললাগে করো, আমার বাধা নেই।’‌ স্বাধীনতা একটা বড় বিষয়। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের ছেলেদের মতে চলার একটা ধারা আছে। সেখানে আপনি ব্যাতিক্রম হয়ে যদি আপনার মহিলা সঙ্গীকে বলেন, তোমার ইচ্ছাকেই আমি প্রাধান্য দিচ্ছি। তাহলে সে আরও খুশি হবে।
• ‘‌তোমার যা ভাললাগে করো, আমার বাধা নেই।’‌ স্বাধীনতা একটা বড় বিষয়। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের ছেলেদের মতে চলার একটা ধারা আছে। সেখানে আপনি ব্যাতিক্রম হয়ে যদি আপনার মহিলা সঙ্গীকে বলেন, তোমার ইচ্ছাকেই আমি প্রাধান্য দিচ্ছি। তাহলে সে আরও খুশি হবে।
advertisement
advertisement
advertisement