

স্বামী-স্ত্রীর বন্ধন সাত জন্মের...যুগ যুগ ধরে আমাদের দেশে লালিত হয়ে আসছে এই ধারনা। কিন্তু সম্প্রতি একটি সমীক্ষায় সামনে এল চাঞ্চকল্যকর তথ্য! দেখা যাচ্ছে, গোটা বিশ্বের মধ্যে ভারতে ডিভোর্সের হার সবচেয়ে কম! অন্যদিকে, সুখি দাম্পত্যের সংখ্যাও যে খুব বেশি, তা কিন্তু নয়!


সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে ১০০০টি বিয়ের মধ্যে মাত্র ১৩টি বিয়ের পরিণতি হয় ডিভোর্সে। তারমানে কি এই দেশে অধিকাংশ দাম্পত্যই সুখি ? তা কিন্তু নয়! বিয়ে টিকিয়ে রাখাই বাধ্যতামূলক হয়ে পড়ে কিছু ক্ষেত্রে।


সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, দেশের মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, রাজস্থানে ডিভোর্সের হার সবচেয়ে কম। উলটো দিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ডিভোর্সের হার তুলনামূলক ভাবে বেশি।


সুখি দাম্পত্যও নয়, অথচ ডিভোর্সের হার এত কম এদেশে, ঠিক কী কী কারণে ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যেই পুরুষতন্ত্রের আধিপত্য। সেখানে হাজার অত্যাচারেও মহিলারা তেমন প্রতিবাদ করেন না! উলটো দিকে উত্তর-পূর্ব ভারতের মহিলারা আর্থিক দিক থেকে বেশি সাবলম্বী। তাই যে কোনও অনাচারের বিরুদ্ধে সরব হন, প্রয়োজনে ডিভোর্সও করেন।


ডিভোর্স সম্পর্কিত আইনের ক্ষেত্রে ভারত অত্যন্ত প্রগতিশীল দেশ। স্বাধীনতার ঠিক পরেই এই বিল নারী পুরুষ উভয়ের জন্য পাশ হয়। কিন্তু এই পুরো পদ্ধতিই খুব সময়সাপেক্ষ এবং খরচসাপেক্ষও বটে। এই ধরনের সমস্যা এড়িয়ে যাওয়ার জন্যও ডিভোর্সের সিদ্ধান্ত নেন না অনেকে। আবার অবেক সময়ে আদালতের বিচারকরাই পরিবারের কথা মাথায় রেখে সম্পর্ক আবার ঠিক করে নেওয়ার পরামর্শ দেন। পরিবার, নীতি ও সমাজের কথা মাথায় রেখেই তাই আইনের রাস্তা পাশ কাটিয়ে চলে যান অনেকেই।