ভারতে ডিভোর্সের হার সবচেয়ে কম, অথচ সুখি দাম্পত্যের সংখ্যাও নগণ্য! কারণটা ভয়ানক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, গোটা বিশ্বের মধ্যে ভারতে ডিভোর্সের হার সবচেয়ে কম! অন্যদিকে, সুখি দাম্পত্যের সংখ্যাও যে খুব বেশি, তা কিন্তু নয়!
advertisement
advertisement
advertisement
সুখি দাম্পত্যও নয়, অথচ ডিভোর্সের হার এত কম এদেশে, ঠিক কী কী কারণে ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যেই পুরুষতন্ত্রের আধিপত্য। সেখানে হাজার অত্যাচারেও মহিলারা তেমন প্রতিবাদ করেন না! উলটো দিকে উত্তর-পূর্ব ভারতের মহিলারা আর্থিক দিক থেকে বেশি সাবলম্বী। তাই যে কোনও অনাচারের বিরুদ্ধে সরব হন, প্রয়োজনে ডিভোর্সও করেন।
advertisement
ডিভোর্স সম্পর্কিত আইনের ক্ষেত্রে ভারত অত্যন্ত প্রগতিশীল দেশ। স্বাধীনতার ঠিক পরেই এই বিল নারী পুরুষ উভয়ের জন্য পাশ হয়। কিন্তু এই পুরো পদ্ধতিই খুব সময়সাপেক্ষ এবং খরচসাপেক্ষও বটে। এই ধরনের সমস্যা এড়িয়ে যাওয়ার জন্যও ডিভোর্সের সিদ্ধান্ত নেন না অনেকে। আবার অবেক সময়ে আদালতের বিচারকরাই পরিবারের কথা মাথায় রেখে সম্পর্ক আবার ঠিক করে নেওয়ার পরামর্শ দেন। পরিবার, নীতি ও সমাজের কথা মাথায় রেখেই তাই আইনের রাস্তা পাশ কাটিয়ে চলে যান অনেকেই।
