প্লাস্টিকের বালতি, মগ ফ্যাকাসে হয়ে গিয়েছে...? এই ৩ উপায়ে ঝকঝক করবে নতুনের মতো! এক পয়সাও লাগবে না...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Plastic Bucket Cleaning Tips: খেয়াল করে দেখেছেন নিশ্চই আপনার বাথরুমে রাখা প্লাস্টিকের বালতি এবং মগ কদিন পরপরই কেমন বিবর্ণ আর ফ্যাকাসে হয়ে যায়? ভেবে পান না কী ভাবে ফিরিয়ে আনবেন পুরনো রূপ?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লেবু দিয়ে উজ্জ্বলতা আনুন বিশেষজ্ঞদের মতে, লেবুতে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। এটি ব্যবহার করে, প্লাস্টিকের পাত্রে জলের দাগ সহজেই মুছে ফেলা যায়। আপনার প্লাস্টিকের বালতি বা মগ পরিষ্কার করতে তাদের গায়ে লেবুর রস লাগান এবং আধঘণ্টা রেখে দিন। এর পর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। আপনার বালতি এবং মগ মুহূর্তে ঝলমল করবে।
advertisement
বেকিং সোডা এবং ভিনিগার ব্যবহার: প্লাস্টিকের বালতি এবং মগের ময়লা পরিষ্কার করতে বেকিং সোডা এবং ভিনিগারও ব্যবহার করতে পারেন। এর জন্য, উভয় জিনিস সমান পরিমাণে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এর পরে, সেই পেস্টটি নোংরা বালতি এবং মগের উপর ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। মিনিটের এই কাজেই নতুনের মতো দেখতে লাগবে মগ বালতি।
advertisement
advertisement