Pink Salt: উচ্চরক্তচাপ কিছুতেই কমছে না? রান্নায় ‘গোলাপি নুন’ দিয়ে দেখুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Pink Salt: গোলাপি নুনের আর এক নাম হিমালয়ান সল্ট৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বিশেষ অংশে পাওয়া যায় এই নুন
আমাদের খাওয়ার প্রথম ও শেষ কথা নুন৷ রান্নায় আর কিছু থাক বা না থাক, নুন দিতেই হবে৷ নুন শরীরের জন্য একদিকে যেমন উপকারী, অন্য দিকে এর অপকারিতাও কম নয়৷ নুন বলতে আমরা সাধারণত টেবল সল্ট বুঝি৷ এ ছাড়াও আছে সৈন্ধব নুন, বিট নুন-সহ একাধিক রকমের নুন৷ পাশাপাশি আছে গোলাপি নুন বা পিঙ্ক সল্ট৷ অন্যান্য নুনে তুলনায় আমাদের কাছে এই নুন কিছুটা অপরিচিত৷
advertisement
advertisement
মনে করা হয় প্রায় ৮৪ রকম খনিজে পরিপূর্ণ এই হিমালয়ান সল্ট৷ এই নুন ব্যবহারের সব থেকে সেরা উপায় হল ‘সোল ওয়াটার’ হিসেবে পান করা৷ এর জন্য একটি জাগের এক চতুর্থাংশ ভর্তি করতে হবে পিঙ্ক সল্টে৷ তার পর তাতে জল ঢালতে হবে৷ এ বার এই মিশ্রণ থেকে রোজ এক চামচ করে এক গ্লাস জলে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন৷ এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement