Personality Test: শুধু রঙিন ঠোঁট দেখেই মুহূর্তে বুঝে নেওয়া যায় ব্যক্তিত্ব? জানুন কীভাবে চিনবেন...
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
ঠোঁট আমাদের শরীরের অত্যন্ত সুন্দর একটা অংশ।ঠোঁট মানুষের সৌন্দর্য্য কে আরও বাড়িয়ে তোলে।
advertisement
advertisement
advertisement
গোলাপি ঠোঁট: গোলাপি ঠোঁট যে সব মহিলাদের তারা অত্যন্ত কোমল মনের হন। মহিলাদের জন্য গোলাপী ঠোঁট অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনার বান্ধবীর ঠোঁট গোলাপি হয় তবে বুঝবেন তিনি এই যথেষ্ট বুদ্ধিমতী শিক্ষিত ও মানবিক গুণের অধিকারী। এই মহিলারা নিজের কাজের প্রতি অত্যন্ত মনোযোগী হন। এছাড়াও এই সমস্ত মহিলারা মানুষের সঙ্গে মেলামেশা বা মানুষকে আপন করে নিতে পারেন তাড়াতাড়ি।
advertisement
লাল ঠোঁট: আপনার গার্লফ্রেন্ডের ঠোঁট যদি লিপিস্টিক ছাড়াই লালচে হয় তাহলে তিনি সুন্দরী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। এই সমস্ত মহিলাদের নিজের সৌন্দর্যের জন্য মনে প্রচ্ছন্ন গর্ব রয়েছে তার। এই ধরনের মহিলারা খুব অল্পতেই চট করে রেগে যান। লাল ঠোঁটের মহিলারা গৃহকর্মে নিপুণা হন তবে বেশি পড়াশোনা করলে এঁদের মধ্যে প্রবল অহংকারের জন্ম হয়।
advertisement








