Perfume Application Tricks: শরীরের এই চার স্থানে সুগন্ধি মাখুন, সঙ্গী মৌমাছির মত সব সময়েই চারপাশে ভনভন করবে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Perfume Application Tricks: শরীরের 'সঠিক স্থানে' সুগন্ধি লাগালে তা স্নান করার পরেও বা রাতে ঘুমোনোর পরেও উবে যায় না এতটুকুও। জেনে নিন সেই বিশেষ স্থানগুলি।
প্রায়ই দেখা যায় যে আমরা যখনই আমাদের পছন্দসই পারফিউমটি গায়ে লাগাই, তা যথেষ্ট সুবাসিত হলেও তার প্রভাব খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ কাটতে না কাটতেই সুগন্ধি চলে যেতে থাকে। এমন পরিস্থিতিতে অনেকের হতাশা আসে। মনে হয় ঠিক পারফিউম হয়তো বাছা হয়নি। যত দোষ গিয়ে পরে ওই সুগন্ধির (Perfume Application Tricks) উপর। কিন্তু মনে মনে আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করারও থাকে না সেই সময়।
advertisement
advertisement
advertisement
পারফিউমের গন্ধ উবে যাওয়ার এই সমস্যা থেকে মুক্তি পেতে আজ আমরা এমনই অনন্য কিছু কৌশল জানাতে চলেছি আপনাকে। এমন কিছু সিক্রেট ফর্মুলা যা আপনার প্রিয় পারফিউমের সুগন্ধ ধরে রাখবে অনেকক্ষণ। বস্তুত, আমাদের শরীরে এমন কিছু পালস পয়েন্ট (Perfume Application Tricks) রয়েছে যেখান থেকে শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি তাপ নির্গত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
