Parlour @ Rs1: মাত্র ১ টাকাতেই অপরূপ সুন্দর! পার্লারের সব সুবিধা পাবেন নারী-পুরুষ সকলে, কোথায়?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
মাত্র ১ টাকা দিয়েই সুন্দর হয়ে উঠছেন সকলে, এই ইউনিসেক্স পার্লারে উপচে পড়া ভিড় গ্রাহকদের
মাত্র এক টাকা দিয়েই সুন্দর হয়ে উঠছেন সকলে! শুনতে কিছুটা অবাক লাগলেও এদিন মধ্যমগ্রামে এমনই ঘটনার সাক্ষী থাকলেন মানুষজন। বর্তমান যুগে যেখানে রূপচর্চার পার্লার গুলিতে পরিষেবা নিতে গেলে সাধারণত ১৫০, ২০০, ৫০০ আবার হাজার টাকারও বেশি খরচ হয়, সেখানে মধ্যমগ্রামের একটি ইউনিসেক্স পার্লার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এলাকায়। Rudra Narayan Roy
advertisement
advertisement
মধ্যমগ্রাম ২১ নম্বর ওয়ার্ডের বিরেশ পল্লী বিদ্যাসাগর স্কুল সংলগ্ন এলাকার এই এক টাকার পার্লারে এখন মিলছে হেয়ার কাটিং, হেয়ার কালার, চুল স্ট্রেটনিং, স্পা সহ নানা ধরনের পরিষেবা বলেই জানালেন পার্লার মালিক মৌসুমী বোস। এর ফলে মহিলাদের পাশাপাশি বহু কচিকাঁচারাও ভিড় জমাচ্ছে পার্লারে। শুধু তাই নয়, পুরুষরাও তাদের চুলের যত্ন নিতে আসছেন।
advertisement
advertisement
advertisement
advertisement