Parenting Tips: মোবাইলে সারাক্ষণ মুখ গুঁজে আপনার সন্তানটি? কী দেখছেন খেয়াল রাখছেন তো! ৪ উপায় ইউটিউবের দুনিয়া শিশুর জন্য থাকবে সুরক্ষিত

Last Updated:
আপনার ইউটিউবের ফিডকে শিশুর উপযোগী করে তুলতে৷ মোবাইল না কেড়ে নিয়ে কী দেখবেন? আর কী দেখবেন না তা নির্ধারণ করে দিন৷ তার জন্য কয়েকটা মাত্র কৌশল শিখে নিন৷
1/7
বাড়ির খুদে সদস্যটিকে বকাবকি তো কম করলেন না! লাভের লাভ তো কিছুই হল না! তার বদলে চেষ্টা করুন, আপনার ইউটিউবের ফিডকে শিশুর উপযোগী করে তুলতে৷ মোবাইল না কেড়ে নিয়ে কী দেখবেন? আর কী দেখবেন না তা নির্ধারণ করে দিন৷ তার জন্য কয়েকটা মাত্র কৌশল  শিখে নিন৷
বাড়ির খুদে সদস্যটিকে বকাবকি তো কম করলেন না! লাভের লাভ তো কিছুই হল না! তার বদলে চেষ্টা করুন, আপনার ইউটিউবের ফিডকে শিশুর উপযোগী করে তুলতে৷ মোবাইল না কেড়ে নিয়ে কী দেখবেন? আর কী দেখবেন না তা নির্ধারণ করে দিন৷ তার জন্য কয়েকটা মাত্র কৌশল শিখে নিন৷
advertisement
2/7
প্রথমেই ইউটিউবের ‘ওয়াচ হিস্ট্রির দিকে খেয়াল করুন৷ সন্তান কী সার্চ করছে? তার দিকে লক্ষ রাখুন৷ ইউটিউবের সার্চ হিস্ট্রির একটা তালিকা তৈরি করুন৷ হয়তো এর মাধ্যমে আপনি সন্তানের পছন্দের বিষয়ও খুঁজে পেলেন৷
প্রথমেই ইউটিউবের ‘ওয়াচ হিস্ট্রির দিকে খেয়াল করুন৷ সন্তান কী সার্চ করছে? তার দিকে লক্ষ রাখুন৷ ইউটিউবের সার্চ হিস্ট্রির একটা তালিকা তৈরি করুন৷ হয়তো এর মাধ্যমে আপনি সন্তানের পছন্দের বিষয়ও খুঁজে পেলেন৷
advertisement
3/7
ইউটিউবে এমন অনেক ভিডিও আছে, যেগুলো আপনার খুদে সন্তানের দেখা উচিত নয়, এতে তার মনে খারাপ প্রভাব ফেলবে৷ তাই ‘জেনারেল’ অপশনটিতে ক্লিক করুন৷ এখানেই রয়েছে ‘রেস্ট্রিকটেড মোড’৷ সন্তানের নাগাল থেকে প্রাপ্তমনস্ক ভিডিও দূরে রাখতে সেই মোড চালু করে দিন৷
ইউটিউবে এমন অনেক ভিডিও আছে, যেগুলো আপনার খুদে সন্তানের দেখা উচিত নয়, এতে তার মনে খারাপ প্রভাব ফেলবে৷ তাই ‘জেনারেল’ অপশনটিতে ক্লিক করুন৷ এখানেই রয়েছে ‘রেস্ট্রিকটেড মোড’৷ সন্তানের নাগাল থেকে প্রাপ্তমনস্ক ভিডিও দূরে রাখতে সেই মোড চালু করে দিন৷
advertisement
4/7
যে ভিডিওগুলো শিশুকে দেখাতে চান না, সেগুলোকে ‘নট ইন্টারেস্টেড’ সিলেক্ট করুন৷ অনেকটা ভিডিও এইরকম করলে ইউটিউবের অ্যালগরিদম নিজেই বুঝে যাবে আপনি কোন ভিডিও অপছন্দ করছেন, তখন সেগুলো আর ফিডে আসবে না৷
যে ভিডিওগুলো শিশুকে দেখাতে চান না, সেগুলোকে ‘নট ইন্টারেস্টেড’ সিলেক্ট করুন৷ অনেকটা ভিডিও এইরকম করলে ইউটিউবের অ্যালগরিদম নিজেই বুঝে যাবে আপনি কোন ভিডিও অপছন্দ করছেন, তখন সেগুলো আর ফিডে আসবে না৷
advertisement
5/7
‘ইউটিউব কিডস’ মোড অন করে দিন৷ এখানে শিশুর জন্য উপযোগী ভিডিওই সেই প্ল্যাটফর্মে আসবে৷ অনেক পড়াশোনা সংক্রান্ত ভিডিও সেখানে আসে৷ সেগুলো শিশুকে শেখান৷
‘ইউটিউব কিডস’ মোড অন করে দিন৷ এখানে শিশুর জন্য উপযোগী ভিডিওই সেই প্ল্যাটফর্মে আসবে৷ অনেক পড়াশোনা সংক্রান্ত ভিডিও সেখানে আসে৷ সেগুলো শিশুকে শেখান৷
advertisement
6/7
শিশু ইউটিউব খুললে চলে যাবেন না৷ সেখানে কিছু ক্ষণ বসুন৷ দেখুন সে কী করছে? কী দেখছে? কী ধরনের ভিডিও তার জন্য উপযোগী, তাও শিখিয়ে দিন৷ একসঙ্গে দুজনে দেখুন৷ এতে শিশুটিরও তাতে আগ্রহ জন্মাবে৷
শিশু ইউটিউব খুললে চলে যাবেন না৷ সেখানে কিছু ক্ষণ বসুন৷ দেখুন সে কী করছে? কী দেখছে? কী ধরনের ভিডিও তার জন্য উপযোগী, তাও শিখিয়ে দিন৷ একসঙ্গে দুজনে দেখুন৷ এতে শিশুটিরও তাতে আগ্রহ জন্মাবে৷
advertisement
7/7
তবে সব কিছু থেকে শিশুকে আড়াল করবে না৷ তা হলে তাদের কৌতুহল আরও বাড়বে৷ মনে রাখবেন এই ইন্টারনেটের দুনিয়ায় কোনও কিছুই থেকেই আপনার সন্তানকে আড়াল করতে পারবে না৷ বরং কোন কনটেন্ট খারাপ, কেন খারাপ? সেই নিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন৷ এতে তার মনেও আর অহেতুক কৌতুহল জন্মাবে না৷
তবে সব কিছু থেকে শিশুকে আড়াল করবে না৷ তা হলে তাদের কৌতুহল আরও বাড়বে৷ মনে রাখবেন এই ইন্টারনেটের দুনিয়ায় কোনও কিছুই থেকেই আপনার সন্তানকে আড়াল করতে পারবে না৷ বরং কোন কনটেন্ট খারাপ, কেন খারাপ? সেই নিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন৷ এতে তার মনেও আর অহেতুক কৌতুহল জন্মাবে না৷
advertisement
advertisement
advertisement