Parenting Tips: সারাক্ষণ মোবাইল-ল্যাপটপে চোখ সন্তানের! একটি কাজেই সব ঠিক, কী করবেন জেনে নিন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Parenting Tips: শিশুদের স্ক্রিন টাইম কমানোর কথা ভাবা উচিত অভিভাবকদের। তাদের বাইরে গিয়ে খেলার জন্য অনুপ্রাণিত করা উচিত। কিছু বিষয় মাথায় রেখে আপনি আপনার সন্তানদের স্ক্রিন টাইম কমাতে পারেন।
এখন বাচ্চারা আর মাঠে খেলার বিশেষ সুযোগ পায় না। বন্ধুদের সঙ্গেও সময় কাটানোর অবকাশ নেই। তাই তারা শারীরিকভাবে কম সক্রিয়। ফোনে বা কম্পিউটারে নানা জিনিস দেখে, গেম খেলে তাদের সময় কাটে। এমন পরিস্থিতিতে শিশুদের স্ক্রিন টাইম কমানোর কথা ভাবা উচিত অভিভাবকদের। তাদের বাইরে গিয়ে খেলার জন্য অনুপ্রাণিত করা উচিত। কিছু বিষয় মাথায় রেখে আপনি আপনার সন্তানদের স্ক্রিন টাইম কমাতে পারেন।
advertisement
advertisement
অনেক অভিভাবক যে কোনও গ্যাজেট কিনে যে কোনও সময় তাঁদের বাচ্চাদের দিয়ে দেন। এমনটা করা উচিত নয়। বিশেষ করে শিশু যদি বয়ঃসন্ধিকালেও না পৌঁছয়, তাহলে তাকে মোটেও ট্যাবলেট বা ফোন দেবেন না। অনেক শিশু বন্ধুদের দেখে মা-বাবার কাছে মোবাইল ফোন বা ট্যাব চেয়ে বসে। তবে এই গ্যাজেটগুলি শুধুমাত্র সঠিক বয়সে এবং সঠিক সময়ে সন্তানদের দেওয়া উচিত।
advertisement
advertisement
সন্তান মোবাইলে কতটা সময় ব্যয় করবে, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এমন যেন না হয় যে, স্কুল থেকে ফিরে শিশু চার ঘণ্টা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটি কেবল তার পড়াশোনাতেই নেতিবাচক প্রভাব ফেলবে না, তার দৃষ্টিশক্তিও দুর্বল করতে পারে। ১০ বছরের কম বয়সী শিশুকে প্রতিদিন এক থেকে দু'ঘণ্টার বেশি গ্যাজেট ব্যবহার করতে দেবেন না।
advertisement
advertisement