Orange Buying Tips: কমলালেবু কিনে বার বার ঠকছেন? রইল লেবু চেনার সহজ টিপস! এ বার সেরা ফল আপনিই পাবেন...গ্যারান্টি

Last Updated:
Orange Buying Tips: কমলালেবু কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় বার বার। দেখা যায় কমলালেবু পচে যাচ্ছে। বা রস নেই। অথবা স্বাদে খুব টক।
1/7
শীতকাল মানেই কমলালেবু। এই ফলের স্বাদগন্ধ ছাড়া শীতকালের মজা মাটি। ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কমলালেবুর গুণের শেষ নেই।
শীতকাল মানেই কমলালেবু। এই ফলের স্বাদগন্ধ ছাড়া শীতকালের মজা মাটি। ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কমলালেবুর গুণের শেষ নেই।
advertisement
2/7
তবে কমলালেবু কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় বার বার। দেখা যায় কমলালেবু পচে যাচ্ছে। বা রস নেই। অথবা স্বাদে খুব টক।
তবে কমলালেবু কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় বার বার। দেখা যায় কমলালেবু পচে যাচ্ছে। বা রস নেই। অথবা স্বাদে খুব টক।
advertisement
3/7
জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না। তার সঙ্গে জানুন কিছু উপায়ও। যাতে বাড়িতে অনেক দিন কমলালেবু ভাল রাখতে পারবেন।
জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না। তার সঙ্গে জানুন কিছু উপায়ও। যাতে বাড়িতে অনেক দিন কমলালেবু ভাল রাখতে পারবেন।
advertisement
4/7
কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
advertisement
5/7
কেনার আগে আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
কেনার আগে আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
advertisement
6/7
কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
advertisement
7/7
কমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না।
কমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না।
advertisement
advertisement
advertisement