Oral Cancer: সিগারেট খান? কোন উপসর্গ দেখলে বুঝবেন মুখে ক্যানসার বাসা বেঁধেছে, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Oral Cancer: ভারতে মুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। অথচ চেষ্টা করলেই এটি রোখা সম্ভব।
সিগারেট যাঁরা খান, তাঁরা তো বটেই, যাঁরা ধূমপান করেন না, তাঁদেরও মুখের ক্যানসার হতে পারে। শুধু ধূমপান নয়, গুটখা, পান, সুপারি-সহ মুখের রাখা দ্রব্য দিয়ে যাঁরা নেশা করেন তাঁদেরও মুখের ক্যানসার নিয়ে আরও সতর্ক হওয়া উচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যানসার সম্পূর্ণ ভাবে সারিয়ে তোলা যায়। নারীদের তুলনায় পুরুষরাই এই ক্যানসারে আক্রান্ত হন বেশি। ঠোঁট, জিভ, গালের ভেতরের অংশ, মাড়ি, মুখের শক্ত ও নরম তালু, গলার নীচের অংশে মুখের এই সব অংশই ক্যানসারে আক্রান্ত হয় বেশি। মুখের ক্যানসারের সাধারণ কিছু উপসর্গ রয়েছে, যা অবহেলা করলে ক্ষতি হতে পারে মারাত্মক। কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
advertisement
advertisement
advertisement
মুখের মধ্যে কোনও সাদাটে বা লালচে ছোপ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষত তিনি যদি ধূমপায়ী হন কিংবা তামাকজাতীয় পদার্থের প্রতি আসক্ত হন, তা হলে চিন্তা আরও বেশি। লিউকোপ্লেকিয়া অর্থাৎ সাদাটে ছোপ হল ক্যানসারের প্রাথমিক লক্ষণ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)