প্রতিদিনের রান্নায় অভ্যাসবশে পেঁয়াজ দিচ্ছেন? সাবধান! এই ৬টি সবজিতে পেঁয়াজ দেওয়া মানেই বিপদ!

Last Updated:
Cooking Tips: আমরা অনেক সময় রান্নার সময় প্রতিটি সবজিতেই পেঁয়াজ ব্যবহার করি। অথচ কিছু সবজিতে পেঁয়াজ মেশালে শুধু স্বাদই নষ্ট হয় না, শরীরেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
1/8
রান্নায় পেঁয়াজের ব্যবহার আমাদের রোজকার অভ্যাসেরই অংশ। সবজি হোক বা ডাল, এক চিমটে জিরে আর পেঁয়াজ দিয়ে ‘তড়কা’ না দিলে যেন রান্নাই সম্পূর্ণ হয় না! কিন্তু জানেন কি, কিছু নির্দিষ্ট সবজিতে পেঁয়াজ দেওয়া মানে শুধু স্বাদ নষ্ট করা নয়, বরং শরীরের পক্ষেও ক্ষতিকর হতে পারে?
রান্নায় পেঁয়াজের ব্যবহার আমাদের রোজকার অভ্যাসেরই অংশ। সবজি হোক বা ডাল, এক চিমটে জিরে আর পেঁয়াজ দিয়ে ‘তড়কা’ না দিলে যেন রান্নাই সম্পূর্ণ হয় না! কিন্তু জানেন কি, কিছু নির্দিষ্ট সবজিতে পেঁয়াজ দেওয়া মানে শুধু স্বাদ নষ্ট করা নয়, বরং শরীরের পক্ষেও ক্ষতিকর হতে পারে?
advertisement
2/8
এমন কিছু সবজি আছে, যেগুলিতে পেঁয়াজ দিলে সেই সবজির আসল গুণাগুণ ও হালকা স্বাদ একেবারেই হারিয়ে যায়। উপরন্তু হজমেরও সমস্যা দেখা দিতে পারে। আজ আমরা জেনে নেব সেই ৬টি সবজির নাম, যেখানে রান্নার সময় ভুলেও পেঁয়াজ দেওয়া উচিত নয়।
এমন কিছু সবজি আছে, যেগুলিতে পেঁয়াজ দিলে সেই সবজির আসল গুণাগুণ ও হালকা স্বাদ একেবারেই হারিয়ে যায়। উপরন্তু হজমেরও সমস্যা দেখা দিতে পারে। আজ আমরা জেনে নেব সেই ৬টি সবজির নাম, যেখানে রান্নার সময় ভুলেও পেঁয়াজ দেওয়া উচিত নয়।
advertisement
3/8
ঝিঙ্গে হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর সবজি। এতে পেঁয়াজ দিলে শুধু স্বাদই বদলে যায় না, এটি হজম করতেও ভারী লাগে। ঝিঙ্গের নিজস্ব মোলায়েম স্বাদ উপভোগ করতে হলে শুধু জিরে দিয়ে হালকা তড়কা দিলেই যথেষ্ট।
ঝিঙ্গে হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর সবজি। এতে পেঁয়াজ দিলে শুধু স্বাদই বদলে যায় না, এটি হজম করতেও ভারী লাগে। ঝিঙ্গের নিজস্ব মোলায়েম স্বাদ উপভোগ করতে হলে শুধু জিরে দিয়ে হালকা তড়কা দিলেই যথেষ্ট।
advertisement
4/8
লাউতে রয়েছে অনেকটা জল এবং এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। পেঁয়াজ দিলে লাউয়ের এই ঠান্ডা প্রভাব কমে যায় এবং এটি হজম করতেও কষ্ট হয়। এছাড়া লাউয়ের স্বাদও চাপা পড়ে যায় পেঁয়াজের তীব্রতার নিচে। জিরে, হিং আর কাঁচালঙ্কা দিয়ে হালকা তড়কা দিলেই লাউ সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়।
লাউতে রয়েছে অনেকটা জল এবং এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। পেঁয়াজ দিলে লাউয়ের এই ঠান্ডা প্রভাব কমে যায় এবং এটি হজম করতেও কষ্ট হয়। এছাড়া লাউয়ের স্বাদও চাপা পড়ে যায় পেঁয়াজের তীব্রতার নিচে। জিরে, হিং আর কাঁচালঙ্কা দিয়ে হালকা তড়কা দিলেই লাউ সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়।
advertisement
5/8
বেগুনের ভর্তার আসল স্বাদ তার ধোঁয়া-চড়া গন্ধে। পেঁয়াজ মেশালে এই ধোঁয়ার স্বাদ হারিয়ে যায়। তাছাড়া পেঁয়াজ ভাজতে বেশি তেল লাগে, ফলে অপ্রয়োজনীয় ক্যালোরি বেড়ে যায় এবং বেগুনের অ্যান্টি-অক্সিডেন্ট কমে যায়।
বেগুনের ভর্তার আসল স্বাদ তার ধোঁয়া-চড়া গন্ধে। পেঁয়াজ মেশালে এই ধোঁয়ার স্বাদ হারিয়ে যায়। তাছাড়া পেঁয়াজ ভাজতে বেশি তেল লাগে, ফলে অপ্রয়োজনীয় ক্যালোরি বেড়ে যায় এবং বেগুনের অ্যান্টি-অক্সিডেন্ট কমে যায়।
advertisement
6/8
কুমড়ো নরম এবং এতে সামান্য মিষ্টি স্বাদ থাকে। পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ কুমড়োর কোমল স্বাদের সঙ্গে মানায় না। তাই কুমড়ো রান্না করলে তাতে শুধু জিরে, মেথি, কাঁচালঙ্কা আর হিং দিয়ে হালকা তড়কা দিলেই তা হবে সুস্বাদু ও হজমে সহায়ক।
কুমড়ো নরম এবং এতে সামান্য মিষ্টি স্বাদ থাকে। পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ কুমড়োর কোমল স্বাদের সঙ্গে মানায় না। তাই কুমড়ো রান্না করলে তাতে শুধু জিরে, মেথি, কাঁচালঙ্কা আর হিং দিয়ে হালকা তড়কা দিলেই তা হবে সুস্বাদু ও হজমে সহায়ক।
advertisement
7/8
সর্ষে শাকের দেশি স্বাদ পেতে চাইলে তাতে পেঁয়াজ না দেওয়াই ভালো। পঞ্জাবি স্টাইলে সর্ষে শাকে কখনও পেঁয়াজ দেওয়া হয় না। পেঁয়াজ দিলে তার স্বাদ ও গন্ধ বদলে যায় এবং এতে থাকা আয়রন শরীরে ঠিকভাবে শোষিত হয় না।
সর্ষে শাকের দেশি স্বাদ পেতে চাইলে তাতে পেঁয়াজ না দেওয়াই ভালো। পঞ্জাবি স্টাইলে সর্ষে শাকে কখনও পেঁয়াজ দেওয়া হয় না। পেঁয়াজ দিলে তার স্বাদ ও গন্ধ বদলে যায় এবং এতে থাকা আয়রন শরীরে ঠিকভাবে শোষিত হয় না।
advertisement
8/8
টিন্ডার স্বাদ খুবই মৃদু এবং এটি রান্নার পর নরম থাকে। পেঁয়াজ দিলে তার স্বাদ নষ্ট হয় এবং পেঁয়াজের কাঁচা টেক্সচার টিন্ডার সঙ্গে মানিয়ে চলে না। তাই টিন্ডা রান্না করার সময় শুধু হিং আর জিরে দিয়ে হালকা তড়কা দিলেই তা হয়ে ওঠে সুস্বাদু।
টিন্ডার স্বাদ খুবই মৃদু এবং এটি রান্নার পর নরম থাকে। পেঁয়াজ দিলে তার স্বাদ নষ্ট হয় এবং পেঁয়াজের কাঁচা টেক্সচার টিন্ডার সঙ্গে মানিয়ে চলে না। তাই টিন্ডা রান্না করার সময় শুধু হিং আর জিরে দিয়ে হালকা তড়কা দিলেই তা হয়ে ওঠে সুস্বাদু।
advertisement
advertisement
advertisement