Offbeat Destination: নামমাত্র খরচ, কলকাতার একদম কাছে, শীতের ছুটিতে ঢুঁ মারুন এই জায়গায়, জড়িয়ে রয়েছে বিরাট ইতিহাস

Last Updated:
Offbeat Destination: রায় বাঘিনী রানী ভবশঙ্করির ইতিহাস বিজড়িত পর্যটন কেন্দ্র, প্রায় ৪০ বিঘা জমির উপর সেজে উঠছে এই পর্যটন কেন্দ্র, এখানে রয়েছে বেলজিয়াম পার্ক নজর টাওয়ার প্রাচীন মন্দির-সহ বিভিন্ন আকর্ষণীয় জিনিস৷
1/6
উদয়নারায়ণপুর হাওড়া জেলার ইতিহাসে একটি উজ্জ্বল নাম। পর্যটন কেন্দ্র হিসেবে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর একটি উল্লেখযোগ্য স্থান। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রায়বাঘিনী রানী ভবসঙ্করি স্মৃতি পর্যটন কেন্দ্র।
উদয়নারায়ণপুর হাওড়া জেলার ইতিহাসে একটি উজ্জ্বল নাম। পর্যটন কেন্দ্র হিসেবে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর একটি উল্লেখযোগ্য স্থান। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রায়বাঘিনী রানী ভবসঙ্করি স্মৃতি পর্যটন কেন্দ্র।
advertisement
2/6
প্রাচীন ইতিহাসকে সামনে রেখে স্থানীয় প্রশাসন গড় ভবানীপুরে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে উঠছে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে সেই সময়ের কিছু প্রাচীন নিদর্শন। একই সঙ্গে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্রটি। কম-বেশি প্রায় সারা বছর এখানে পর্যটক ভিড় জমায়।
প্রাচীন ইতিহাসকে সামনে রেখে স্থানীয় প্রশাসন গড় ভবানীপুরে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে উঠছে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে সেই সময়ের কিছু প্রাচীন নিদর্শন। একই সঙ্গে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্রটি। কম-বেশি প্রায় সারা বছর এখানে পর্যটক ভিড় জমায়।
advertisement
3/6
আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম থেকে অষ্টদশ শতাব্দীর প্রথম পর্যন্ত গড়ভবানীপুর ছিল ভুরশুট পরগনার রাজধানী। বর্তমান হাওড়া, হুগলি, বর্ধমানের দক্ষিণ-পশ্চিমাংশ ও মেদিনীপুর নিয়ে এই রাজ্যে বিস্তৃত ছিল
আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম থেকে অষ্টদশ শতাব্দীর প্রথম পর্যন্ত গড়ভবানীপুর ছিল ভুরশুট পরগনার রাজধানী। বর্তমান হাওড়া, হুগলি, বর্ধমানের দক্ষিণ-পশ্চিমাংশ ও মেদিনীপুর নিয়ে এই রাজ্যে বিস্তৃত ছিল।
advertisement
4/6
রাজবাড়ির পাশে গোপীনাথ জিউ মন্দির সহ গড়পুকুর, ফুলপুকুর ও ঘটপুকুরের অস্বিত্ব ছিল। এমনকী, সুড়ঙ্গপথে একের সঙ্গে অপরের যোগাযোগ ছিল। এই রাজপরিবারে বীরাঙ্গনা রানী ছিলেন রাজা রুদ্রনারায়ণের পত্নী রানী ভবশঙ্করী। তিনি পাঠান সুলতান কোতল খাঁর সেনাপতি ওসমান খাঁকে পরাজিত করেন। তাঁর এই বীরত্বে মুগ্ধ হয়ে সম্রাট আকবর সেনাপতি মানসিংহকে গড়ভবানীপুরে পাঠান এবং রানীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন।
রাজবাড়ির পাশে গোপীনাথ জিউ মন্দির-সহ গড়পুকুর, ফুলপুকুর ও ঘটপুকুরের অস্বিত্ব ছিল। এমনকী, সুড়ঙ্গপথে একের সঙ্গে অপরের যোগাযোগ ছিল। এই রাজপরিবারে বীরাঙ্গনা রানী ছিলেন রাজা রুদ্রনারায়ণের পত্নী রানী ভবশঙ্করী। তিনি পাঠান সুলতান কোতল খাঁর সেনাপতি ওসমান খাঁকে পরাজিত করেন। তাঁর এই বীরত্বে মুগ্ধ হয়ে সম্রাট আকবর সেনাপতি মানসিংহকে গড়ভবানীপুরে পাঠান এবং রানীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন।
advertisement
5/6
রাজ্যের বর্তমান সরকার গড় ভবানীপুর পর্যটন কেন্দ্রকে নানা ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। কলকাতা থেকে পর্যটকদের সুবিধার্থে হাওড়া শহর ও কলকাতা হয়ে চালু হয়েছে বাস রুট।
রাজ্যের বর্তমান সরকার গড় ভবানীপুর পর্যটন কেন্দ্রকে নানা ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। কলকাতা থেকে পর্যটকদের সুবিধার্থে হাওড়া শহর ও কলকাতা হয়ে চালু হয়েছে বাস রুট।
advertisement
6/6
এই পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে, ৫০০ আসন বিশিষ্ট একটি সংস্কৃতি কেন্দ্র, একটি নজর মিনার। একটি মিউজিয়াম, লাইট অ্যান্ড সাউন্ড, মুক্তমঞ্চ, শিশুউদ্যান বায়ো ডাইভার্সিটি পার্ক, কটেজ, অতিথিনিবাস গড়ার পরিকল্পনা।
এই পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে, ৫০০ আসন বিশিষ্ট একটি সংস্কৃতি কেন্দ্র, একটি নজর মিনার। একটি মিউজিয়াম, লাইট অ্যান্ড সাউন্ড, মুক্তমঞ্চ, শিশুউদ্যান বায়ো ডাইভার্সিটি পার্ক, কটেজ, অতিথিনিবাস গড়ার পরিকল্পনা।
advertisement
advertisement
advertisement