Offbeat Destination: লম্বা ছুটি পাননি? হাতে জাস্ট দুদিন? আপনার জন্য রইল শীতে পারফেক্ট ডেস্টিনেশনের হদিশ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
এই শীতের মরশুমে পর্যটকদের সেরা ডেস্টিনেশন হতে পারে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। পর্যটকদের কাছে বাড়তি পাওনা থাকছে ঝাড়গ্রাম রাজবাড়িতে রাত্রিযাপনের সুবিধা।
পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের অন্যতম একটি পর্যটন স্থল হল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের ঐতিহ্য সবুজ শাল জঙ্গলের পাশাপাশি ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। অরণ্য সুন্দরী বেড়াতে আসা পর্যটকদের কাছে ঝাড়গ্রাম রাজবাড়ি একটি দর্শনীয় স্থান।
advertisement
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে এই ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিকানা। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা পর্যটকদের চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম স্টেশন থেকে টোটো ধরে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই পর্যটকরা পৌঁছে যেতে পারবে ঝাড়গ্রাম রাজবাড়ি। ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা থেকে চলে আসতে হবে লোধাশুলি। লোধাশুলি থেকে ৫ নম্বর রাজ্য সড়ক ধরে মাত্র ১৫ কিলোমিটার আসলেই পৌঁছে যাওয়া যাবে ঝাড়গ্রাম রাজবাড়ি ।
advertisement
advertisement
কফি চাষের বাগানের কথা বললেই মাথায় আসে দক্ষিণ ভারতের কথা। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে কফি বাগান রয়েছে। ঝাড়গ্রাম জেলায় কেবলমাত্র ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাঙ্গনে কফি চাষের বাগান রয়েছে। যদিও জঙ্গলমহরের এই লালমাটিতে পরীক্ষামূলকভাবে কফি বাগানটি তৈরি করা হয়ে থাকলেও বর্তমানে তা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement