North Bengal Trip: পর্যটন মানচিত্রে সদ্য জেগেছে এই গ্রাম, সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে পুজোয় ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
North Bengal Trip: সদ্য পর্যটন মানচিত্রে জেগে উঠেছে। সেকারণে পর্যটকদের ভিড় একেবারেই নেই। একটি মাত্র হোমস্টে রয়েছে সেখানে। এখান থেকে কাঞ্জনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়।
*পুজোর সময় তিন-চারদিনের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসা যায় কাছেপিেঠর একাধিক লোকেশন থেকে। আর উত্তরবঙ্গ হলে তো কথাই নেই। বাঙালির সবসময়ের পছন্দের জায়গা উত্তরবঙ্গ। দার্জিলিং কালিম্পং না গিয়ে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের কাছে মারিয়াবস্তি থেকে। একেবারে অচেনা একটা জায়গা অচেনা নাম। প্রতিবেদনঃ অনির্বাণ রায়।
advertisement
*কালিম্পং হয়েই যেতে হয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিশপ। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। একটা সময়ে রিশপ বেশ ফাঁকা ফাঁকা ছিল। এখন হোমস্টে আর হোটেলে ঠাসা। পর্যটকের ভিড়ে রিশপ সেই মাধুর্য অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন অন্য কোথাও যেতে চাইছেন পর্যটকরা। তাঁদের জন্য সেরা জায়গা রিশপের কাছেই মারিয়া বস্তি। একেবারে অফবিট একটি লোকেশন এটি।
advertisement
advertisement
advertisement