North Bengal: বিকেল গড়ালেই গা ছমছম করে! আকর্ষণের কেন্দ্রে এই পাহাড়ি গ্রাম, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন

Last Updated:
North Bengal Haunted Place: পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর এই ডাওহিল পাইন ফরেস্ট, ফরেস্টের মাঝ দিয়েই ট্র্যাকিং করে কিছুটা উপরে উঠলাম, সেখানেও একটি পার্ক রয়েছে জায়গাটি সত্যিই অসম্ভব সুন্দর।
1/6
*দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল ফরেস্টের কথা মাথায় আসলেই মাথা চাড়া দেয় বিভিন্ন ভুতুড়ে গল্প। চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা এই ডাউহিল ফরেস্ট পর্যটকদের কাছে যেন এক অন্যরকম ভালবাসা। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
*দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল ফরেস্টের কথা মাথায় আসলেই মাথা চাড়া দেয় বিভিন্ন ভুতুড়ে গল্প। চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা এই ডাউহিল ফরেস্ট পর্যটকদের কাছে যেন এক অন্যরকম ভালবাসা। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*প্রতিনিয়ত প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন তাদের মধ্যে কেউবা ভূতের খোঁজে আবার কেউ পাহাড়ের কোলে পাইন গাছে ঘেরা জঙ্গলের মজা নিতে। আর এবার সেই পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু ডাউহিল ফরেস্টে পর্যটকদের জন্য কার্শিয়াং ফরেস্ট ভিশনের পক্ষ থেকে তৈরি করা হল জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং রুট। সংগৃহীত ছবি। 
*প্রতিনিয়ত প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন তাদের মধ্যে কেউবা ভূতের খোঁজে আবার কেউ পাহাড়ের কোলে পাইন গাছে ঘেরা জঙ্গলের মজা নিতে। আর এবার সেই পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু ডাউহিল ফরেস্টে পর্যটকদের জন্য কার্শিয়াং ফরেস্ট ভিশনের পক্ষ থেকে তৈরি করা হল জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং রুট। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*পাহাড়ের কোলে চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ দিয়ে ঘেরা এই ফরেস্টে এলে নিমিষেই ক্লান্তি দূর হবে আপনার কখনও পাইন গাছের ফাঁক দিয়ে উঁকি দেবে সূর্যের আলো আবার নিমিষেই মেঘে ঢেকে যাবে গোটা পাইন বন। সংগৃহীত ছবি। 
*পাহাড়ের কোলে চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ দিয়ে ঘেরা এই ফরেস্টে এলে নিমিষেই ক্লান্তি দূর হবে আপনার কখনও পাইন গাছের ফাঁক দিয়ে উঁকি দেবে সূর্যের আলো আবার নিমিষেই মেঘে ঢেকে যাবে গোটা পাইন বন। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*এখানে ঘুরতে আসা এক পর্যটক বলেন, পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর এই ডাওহিল পাইন ফরেস্ট, ফরেস্টের মাঝ দিয়েই ট্র্যাকিং করে কিছুটা উপরে উঠলাম, সেখানেও একটি পার্ক রয়েছে জায়গাটি সত্যিই অসম্ভব সুন্দর। সংগৃহীত ছবি। 
*এখানে ঘুরতে আসা এক পর্যটক বলেন, পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর এই ডাওহিল পাইন ফরেস্ট, ফরেস্টের মাঝ দিয়েই ট্র্যাকিং করে কিছুটা উপরে উঠলাম, সেখানেও একটি পার্ক রয়েছে জায়গাটি সত্যিই অসম্ভব সুন্দর। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*একদিকে সারি সারি পাহাড় আর জঙ্গল এ যেন পর্যটকদের কাছে এক অন্যরকম পাওনা। এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের রেঞ্জার সম্বর্ত সাধু জানান, ব্রিটিশ আমলে ব্রিটিশরা দেশলাইয়ের বাক্স তৈরির জন্য এই গাছগুলি লাগিয়েছিলেন বর্তমানে পাহাড়ের গায়ে পাইন গাছ দিয়ে ঘেরা এই জঙ্গল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সংগৃহীত ছবি। 
*একদিকে সারি সারি পাহাড় আর জঙ্গল এ যেন পর্যটকদের কাছে এক অন্যরকম পাওনা। এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের রেঞ্জার সম্বর্ত সাধু জানান, ব্রিটিশ আমলে ব্রিটিশরা দেশলাইয়ের বাক্স তৈরির জন্য এই গাছগুলি লাগিয়েছিলেন বর্তমানে পাহাড়ের গায়ে পাইন গাছ দিয়ে ঘেরা এই জঙ্গল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*ছুটির দিনে নিজের মনকে ভাল করতে পাহাড়ের কোলে পাইন বনে ঘেরা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ঘুরে আসুন দার্জিলিংয়ের কার্শিয়ংয়ে অবস্থিত এই ডাউহিল পাইন বন থেকে। সংগৃহীত ছবি।
*ছুটির দিনে নিজের মনকে ভাল করতে পাহাড়ের কোলে পাইন বনে ঘেরা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ঘুরে আসুন দার্জিলিংয়ের কার্শিয়ংয়ে অবস্থিত এই ডাউহিল পাইন বন থেকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement