Name Astrology: আপনার নামের আদ্যক্ষর কি এই চারটির একটি? শিগগিরই জীবনে আসতে চলেছে এই বিরাট পরিবর্তন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Name Astrology: 'নেম অ্যাস্ট্রোলজি’ পদ্ধতির মাধ্যমে জেনে নেওয়া যায় জীবনের আগামী দিনের সৌভাগ্য। সতর্ক থাকা যায় অনভিপ্রেত মুহূর্তের জন্যেও।
আগামী দিন কেমন কাটবে? কী আসতে চলেছে জীবনে? কোন নতুন মোড় তা বর্তমান জীবনে দাঁড়িয়ে জেনে নিতে সকলেই কমবেশি আগ্রহী এবং উৎসাহী। বিশেষ করে জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে এই কৌতূহলটা প্রবল থাকে। তবে চিন্তা নেই এর জন্যে আলাদা করে জ্যোতিষীর কাছে যেতে হবে না। বাড়ি বসে নিজেই জেনে নিতে পারেন জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনীর বিষয়ে।
advertisement
‘নেম অ্যাস্ট্রোলজি’ পদ্ধতির মাধ্যমে এইভাবে জেনে নেওয়া যায় জীবনের আগামী দিনের আগত সৌভাগ্য। সতর্ক থাকা যায় অনভিপ্রেত মুহূর্তের জন্যেও। 'নেম অ্যাস্ট্রোলজি'-র মাধ্যমে জানা যায়, এই চারটি অক্ষরের কোনও একটি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার বিষয়ে অন্যদের থেকে আপনি অনেকটাই এগিয়ে। কিন্তু ঠিক কোন কোন অক্ষরের ক্ষেত্রে এই সৌভাগ্য থাকবে? রইল তালিকা।
advertisement
ইংরেজি 'বি' অক্ষর দিয়ে নাম শুরু হলে: আপনার নামের শুরুটা যদি হয় ইংরেজি ‘বি’ অক্ষর দিয়ে তাহলে সঠিক মনের মানুষ পাওয়ার ব্যাপারে আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি কমই আছেন। আপনার জীবনে আপনি পেতে চলেছেন অথবা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এমন একজন মানুষকে যে আপনাকে দ্বিগুণ ভালবাসা ফিরিয়ে দিতে প্রস্তত। যেকোনও ঝড়ঝাপটায় আপনার ভরসা হতে চলেছে সে।
advertisement
advertisement
advertisement