বৃষ্টির সময় বেড়াতে যাওয়ার কথা মাথায় এলে কী কী ভাবেন? জানলার কাঁচে বৃষ্টির ফোঁটা, ঝাপসা রাস্তা, লম্বা রাস্তা, লং ড্রাইভ, তাই তো? কিন্তু জানেন তো একটা কয়েনের একটা বিপরীত দিক থাকে, সেইরকমই সব সুখের একটা অন্ত আছে। বর্ষাকালে লং ড্রাইভে যেমন প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের চক্ষু সার্থক করবে, তেমনই পাশাপাশি থাকবে কাদার প্যাচপ্যাচানি। তবে তা থেকে মুক্তির পথও রয়েছে। জেনে নিন বর্ষাকালে রোম্যান্টিক ট্রিপের হ্যাক