Monsoon tips: বর্ষাকালে রান্নাঘরের স্যাঁতসেতে গন্ধ হবে নিমেষে উধাও, জেনে নিন কিছু টিপস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কীভাবে ছুটকারা পাবেন? রইল সহজ, ঘরোয়া সমাধান।
advertisement
advertisement
advertisement
একে বর্ষাকালে রান্নাঘর দাপিয়ে বেড়ায় গা গোলানো, দম বন্ধকরা স্যাঁতসেতে গন্ধ! তারউপর যদি বাঁধাকপি বা মুলো সেদ্ধ করেন, তা হলে টেকা দায়! তাই এই সবজিগুলোর সেদ্ধ করার সময় জলে একটুকরো পাতিলেবু দিয়ে দিন। মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন। Representative image (Photo Source: Collected)
advertisement
শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। যেসমস্ত জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। পাশাপাশি প্রতিবার ডাস্টবিন ব্যবহার করার আগে ডাস্টবিনের ভিতর অর্ধেক কাপ বোরক্স ছড়িয়ে নিন। আর সরাসরি বিন-এ নয়, ময়লা ফেলুন বিন-এর ভিতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে। Representative image (Photo Source: Collected)
advertisement
advertisement