বাথরুমে টিকটিক আরশোলার উপদ্রবে জেরবার! ভিনিগারই করতে পারে কামাল... উপায় জেনে নিন

Last Updated:
এক কাপ জলে পাঁচ থেকে ছ'টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান। এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।
1/6
আরশোলা নামটাই অনেকের কাছে বিরক্তিকর। আর বাড়িতে তার উপদ্রব হলে তো কথাই নেই!
আরশোলা নামটাই অনেকের কাছে বিরক্তিকর। কিন্তু অনেকেই জানেন না যে, এই ছোট আরশোলাগুলোই কোটি কোটি টাকার বিশ্বব্যাপী ব্যবসা দেয়। হ্যাঁ, এই প্রাণীগুলো এখন বিশ্ববাজারে সোনার মতো মূল্যবান হয়ে উঠেছে। (Representative Image)
advertisement
2/6
বাথরুম হোক বা রান্নাঘরের বেসিন, অনেক সময় পরিষ্কার করলেও আরশোলার উপদ্রব থাকেই। ঘরেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। ঘর মোছার সময় জলে কয়েকটি জিনিস মেশালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
বাথরুম হোক বা রান্নাঘরের বেসিন, অনেক সময় পরিষ্কার করলেও আরশোলার উপদ্রব থাকেই। ঘরেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। ঘর মোছার সময় জলে কয়েকটি জিনিস মেশালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
3/6
একটি কাপে ভিনিগার দিয়ে তাতে দু'থেকে তিন চামচ বেকিং সোডা দিন। তারপর সেই মিশ্রণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন।
একটি কাপে ভিনিগার দিয়ে তাতে দু'থেকে তিন চামচ বেকিং সোডা দিন। তারপর সেই মিশ্রণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন।
advertisement
4/6
সেই জল দিয়ে ঘরের পরিষ্কার করলে পোকামাকড়ের পাশাপাশি আরশোলা এবং টিকটিকি থেকে মুক্তি পাবেন।
সেই জল দিয়ে ঘরের পরিষ্কার করলে পোকামাকড়ের পাশাপাশি আরশোলা এবং টিকটিকি থেকে মুক্তি পাবেন।
advertisement
5/6
ঘর মোছার জলে চার থেকে পাঁচ চামচ নুন দিয়ে তাতে দু'টি লেবুর রস মিশিয়ে নিন। এই দ্রবণটি মেঝের পাশাপাশি দেওয়াল এবং আসবাবপত্র ইত্যাদি মুছতে পারেন। এতে শুধু ঘরই ঝকঝকে হবে না, আরশোলা থেকেও রেহাই পাবেন।
ঘর মোছার জলে চার থেকে পাঁচ চামচ নুন দিয়ে তাতে দু'টি লেবুর রস মিশিয়ে নিন। এই দ্রবণটি মেঝের পাশাপাশি দেওয়াল এবং আসবাবপত্র ইত্যাদি মুছতে পারেন। এতে শুধু ঘরই ঝকঝকে হবে না, আরশোলা থেকেও রেহাই পাবেন।
advertisement
6/6
এক কাপ জলে পাঁচ থেকে ছ'টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান। এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।
এক কাপ জলে পাঁচ থেকে ছ'টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান। এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।
advertisement
advertisement
advertisement