Medicinal Plant: আগাছা ভেবে উচ্ছেদ...! মাত্র ২ মাস পাওয়া যায় আয়ুর্বেদের 'এই' মহৌষধ! চমকে দেবে ভেষজ গুণের ভাণ্ডার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Medicinal Plant Health Tips: এই শাক অত্যন্ত বিরল। আর পাওয়া যায় খুব অল্প সময়। 'চক্রমর্দ', 'চাকুন্দা' বা 'বন চাকুন্দা'-র গুনাগুন শুনলে চমকে যাবেন। একাধিক রোগে মহৌষধের মতো কাজ করে এই শাক। দেখতে অনেকটা কাসুন্দির মতো।
advertisement
advertisement
advertisement
advertisement
চক্রমর্দ বা চেরাউতা বা বন চাকুন্দা:চক্রমর্দ ৩০-১২০ সেমি. লম্বা, সুগন্ধি গুল্ম হিসাবে বেড়ে ওঠে গ্রামাঞ্চলের পথে ঘাটে। গ্রামাঞ্চলে এর পাতা টেনে বর্ষার দিনে ছানার ডাল দিয়ে খুব সুস্বাদু শাক তৈরি করা হয়। চক্রমর্দ গাছে হলুদ রঙের ফুল ফোটে। সেই ফুল শুকিয়ে গেলে তা থেকে ফল বের হয়। চক্রমর্দের ফল হুবহু মেথির বীজ ও ফলের মতো দেখতে। চক্রমর্দ বীজ অনেক ধরনের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।
advertisement
এই শাকের পাতা থেকে বীজ, এমনকি শিকড়ের রয়েছে নানা স্বাস্থ্য সুরক্ষাগত বৈশিষ্ট্য। আয়ুর্বেদ, ইউনানি এবং চীনা চিকিৎসা পদ্ধতিতে স্বীকৃত এই উদ্ভিদ অবশ্য খুবই বিরল। মহারাষ্ট্রের নাগপুরের আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস দেশকার তাঁর পরামর্শে বলেন, “এই উদ্ভিদের পাতা কুষ্ঠরোগ, দাদ সংক্রমণ, চক্ষুরোগ, চর্মরোগ, শ্বেতী এবং যকৃতের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। শুধু তাই নয়, আয়ুর্বেদ অন্ত্রের উপর শীতল প্রভাবের জন্য এই উদ্ভিদটিকে বিশেষ স্বীকৃতি দেয়।"
advertisement
কী ভাবে চক্রমর্দ শাক বানাবেন :চক্রমর্দ শাক তৈরিতে প্রথমে নরম পাতা ছিঁড়ে, মিহি করে কেটে ধুয়ে ফেলুন। এর থেকে গন্ধ এবং তিক্ততা দূর করতে গরম জলে তিন থেকে চারবার পাতা ধুয়ে নিন। একটি পাত্রে কিছু ছোলার ডাল ভিজিয়ে রাখুন এবং যখন এটি ভিজে যাবে, তখন চক্রমর্দ শাক এবং ছানার ডাল কুকারে দিয়ে একটি সিটি দিয়ে দিন।
advertisement
