Male fertility: পুরুষদের বাবা হওয়ার ক্ষেত্রে কোন বয়সটা সঠিক? কী বলছে গবেষণা?

Last Updated:
Male fertility: বহু পুরুষ মনে করেন, যে কোনও বয়সে তাঁরা সন্তানের বাবা হতে পারবেন। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়।
1/8
বহু পুরুষ মনে করেন, যে কোনও বয়সে তাঁরা সন্তানের বাবা হতে পারবেন। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। আসলে বয়স বৃদ্ধির সঙ্গে শুক্রাণুর সংখ্যা এবং মান কমতে শুরু করে। তাহলে পুরুষদের বাবা হওয়ার সঠিক বয়স কোনটা? জৈবিক দিক থেকে বিচার করে বিশেষজ্ঞরা বলেন, পুরুষদের বাবা হওয়ার সঠিক বয়স হল কুড়ির কোঠার শেষের দিক থেকে তিরিশের কোঠার প্রথম দিক। Representative Image
বহু পুরুষ মনে করেন, যে কোনও বয়সে তাঁরা সন্তানের বাবা হতে পারবেন। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। আসলে বয়স বৃদ্ধির সঙ্গে শুক্রাণুর সংখ্যা এবং মান কমতে শুরু করে। তাহলে পুরুষদের বাবা হওয়ার সঠিক বয়স কোনটা? জৈবিক দিক থেকে বিচার করে বিশেষজ্ঞরা বলেন, পুরুষদের বাবা হওয়ার সঠিক বয়স হল কুড়ির কোঠার শেষের দিক থেকে তিরিশের কোঠার প্রথম দিক। Representative Image
advertisement
2/8
যদিও পঞ্চাশের উর্ধ্বেও পুরুষদের বাবা হওয়ার নজির রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, সবথেকে বেশি ৯২ বছর বয়সে বাবা হয়েছেন এক ব্যক্তি। তবুও গবেষকদের মতে, সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনার উপর প্রভাব ফেলতে পারে পুরুষ সঙ্গীর বয়স। মনে করা হয়, চল্লিশের উর্ধ্বে পুরুষদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে (Male Fertility)। Representative Image
যদিও পঞ্চাশের উর্ধ্বেও পুরুষদের বাবা হওয়ার নজির রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, সবথেকে বেশি ৯২ বছর বয়সে বাবা হয়েছেন এক ব্যক্তি। তবুও গবেষকদের মতে, সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনার উপর প্রভাব ফেলতে পারে পুরুষ সঙ্গীর বয়স। মনে করা হয়, চল্লিশের উর্ধ্বে পুরুষদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে (Male Fertility)। Representative Image
advertisement
3/8
পুরুষদের জৈবিক চক্র: সাধারণত পুরুষদের শুক্রাণু উৎপাদনের ক্রিয়া কখনওই বন্ধ হয় না। তবে তার মানে এই নয় যে, মহিলাদের মতো পুরুষদের ক্ষেত্রে জৈবিক চক্রের কোনও বালাই নেই। আসলে পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে শুক্রাণুর জিনগত মিউটেশন ঘটে। যার ফলে শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর জেরে আসতে পারে বন্ধ্যাত্বও। এমনকী ভবিষ্যতে সন্তান হলে এর প্রভাব সেই সন্তানের উপরও পড়বে। Representative Image
পুরুষদের জৈবিক চক্র: সাধারণত পুরুষদের শুক্রাণু উৎপাদনের ক্রিয়া কখনওই বন্ধ হয় না। তবে তার মানে এই নয় যে, মহিলাদের মতো পুরুষদের ক্ষেত্রে জৈবিক চক্রের কোনও বালাই নেই। আসলে পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে শুক্রাণুর জিনগত মিউটেশন ঘটে। যার ফলে শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর জেরে আসতে পারে বন্ধ্যাত্বও। এমনকী ভবিষ্যতে সন্তান হলে এর প্রভাব সেই সন্তানের উপরও পড়বে। Representative Image
advertisement
4/8
গবেষণায় দেখা গিয়েছে, যে-সব পুরুষ চল্লিশের উর্ধ্বে বাবা (Advanced Paternal Age) হয়েছেন, তাঁদের সন্তানদের বেশির ভাগের মধ্যেই নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার দেখা যায়। ২০১০-এর সমীক্ষায় দেখা গিয়েছে, চল্লিশের উর্ধ্বে যাঁরা বাবা হন, তাঁদের সন্তানদের অন্যান্যদের তুলনায় অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় পাঁচ গুণ বেশি। কোন বয়সী পুরুষরা শুক্রাণু উৎপাদন করতে পারেন না? - বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) একটি প্যারামিটার বানিয়েছে, যা শুক্রাণুর সুস্থতার মাপকাঠি নির্ধারণ করে। পুরুষদের বয়স পঁয়ত্রিশের আশে-পাশে হলে শুক্রাণুর মান কমতে থাকে। Representative Image
গবেষণায় দেখা গিয়েছে, যে-সব পুরুষ চল্লিশের উর্ধ্বে বাবা (Advanced Paternal Age) হয়েছেন, তাঁদের সন্তানদের বেশির ভাগের মধ্যেই নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার দেখা যায়। ২০১০-এর সমীক্ষায় দেখা গিয়েছে, চল্লিশের উর্ধ্বে যাঁরা বাবা হন, তাঁদের সন্তানদের অন্যান্যদের তুলনায় অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় পাঁচ গুণ বেশি। কোন বয়সী পুরুষরা শুক্রাণু উৎপাদন করতে পারেন না? - বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) একটি প্যারামিটার বানিয়েছে, যা শুক্রাণুর সুস্থতার মাপকাঠি নির্ধারণ করে। পুরুষদের বয়স পঁয়ত্রিশের আশে-পাশে হলে শুক্রাণুর মান কমতে থাকে। Representative Image
advertisement
5/8
শুক্রাণুর স্বাস্থ্য এবং ফার্টিলিটি: শুক্রাণুর স্বাস্থ্য নানা বিষয়ের উপর নির্ভরশীল। পরিসংখ্যান বলছে, প্রতি বার বীর্য নির্গমনের সময় প্রতি মিলিলিটারে প্রায় ১ কোটি ৫০ লক্ষ শুক্রাণু বেরোলে তবেই তা ফার্টিলিটির জন্য উপযুক্ত। তবে এই পরিমাণ কমলে সন্তান ধারণের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়। Representative Image
শুক্রাণুর স্বাস্থ্য এবং ফার্টিলিটি: শুক্রাণুর স্বাস্থ্য নানা বিষয়ের উপর নির্ভরশীল। পরিসংখ্যান বলছে, প্রতি বার বীর্য নির্গমনের সময় প্রতি মিলিলিটারে প্রায় ১ কোটি ৫০ লক্ষ শুক্রাণু বেরোলে তবেই তা ফার্টিলিটির জন্য উপযুক্ত। তবে এই পরিমাণ কমলে সন্তান ধারণের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়। Representative Image
advertisement
6/8
কোন বয়সে পুরুষদের ফার্টিলিটি সবথেকে বেশি থাকে: সাধারণত ২২ থেকে ২৫ বছর বয়সের মধ্যে পুরুষদের ফার্টিলিটি সবথেকে বেশি হয়। তাই পঁয়ত্রিশের আগেই পুরুষদের বাবা হওয়ার পরামর্শ দেওয়া হয়। পুরুষের বয়স পঁয়তাল্লিশ পার করলেই তাঁর মহিলা সঙ্গীর গর্ভপাতের ঝুঁকি বাড়ে। তাতে মহিলার বয়স যত কমই হোক না-কেন! আর পুরুষরা ফার্টিলিটির বিষয়ে ডাক্তারদের পরামর্শ নিয়ে পরীক্ষা করাতে পারেন। Representative Image
কোন বয়সে পুরুষদের ফার্টিলিটি সবথেকে বেশি থাকে: সাধারণত ২২ থেকে ২৫ বছর বয়সের মধ্যে পুরুষদের ফার্টিলিটি সবথেকে বেশি হয়। তাই পঁয়ত্রিশের আগেই পুরুষদের বাবা হওয়ার পরামর্শ দেওয়া হয়। পুরুষের বয়স পঁয়তাল্লিশ পার করলেই তাঁর মহিলা সঙ্গীর গর্ভপাতের ঝুঁকি বাড়ে। তাতে মহিলার বয়স যত কমই হোক না-কেন! আর পুরুষরা ফার্টিলিটির বিষয়ে ডাক্তারদের পরামর্শ নিয়ে পরীক্ষা করাতে পারেন। Representative Image
advertisement
7/8
বাবা হওয়ার সবথেকে কম বয়স: জার্নাল অফ এপিডেমিওলজি এবং কমিউনিটি হেলথ-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা গিয়েছে, পঁচিশ বছর বয়সের আগে বাবা হলে গুরুতর রোগের সম্ভাবনা থাকে। এমনকী মধ্য বয়সে অকালমৃত্যুর ঝুঁকিও বাড়ে। লাইফস্টাইলজনিত সমস্যা: শুক্রাণুর মান কমার জন্য দায়ী জীবনযাত্রার ধরনও। যেমন- ভুলভাল ডায়েট, ধূমপান, অ্যালকোহল সেবন, ড্রাগস বা ওষুধ এবং ওবেসিটি। গবেষণায় দেখা গিয়েছে, ধূমপান শুধু শুক্রাণুর মানই নয়, পরিমাণ এবং এর গতিবিধিও নষ্ট করে দেয়। Representative Image
বাবা হওয়ার সবথেকে কম বয়স: জার্নাল অফ এপিডেমিওলজি এবং কমিউনিটি হেলথ-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা গিয়েছে, পঁচিশ বছর বয়সের আগে বাবা হলে গুরুতর রোগের সম্ভাবনা থাকে। এমনকী মধ্য বয়সে অকালমৃত্যুর ঝুঁকিও বাড়ে। লাইফস্টাইলজনিত সমস্যা: শুক্রাণুর মান কমার জন্য দায়ী জীবনযাত্রার ধরনও। যেমন- ভুলভাল ডায়েট, ধূমপান, অ্যালকোহল সেবন, ড্রাগস বা ওষুধ এবং ওবেসিটি। গবেষণায় দেখা গিয়েছে, ধূমপান শুধু শুক্রাণুর মানই নয়, পরিমাণ এবং এর গতিবিধিও নষ্ট করে দেয়। Representative Image
advertisement
8/8
শুক্রাণু সংরক্ষণ: ফার্টিলিটি বজায় রাখার জন্য কম বয়সী পুরুষরা শুক্রাণু ফ্রিজ করতে পারেন। ভবিষ্যতে যখন তিনি সন্তান চাইবেন, তখন সেই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করতে পারেন। Representative Image
শুক্রাণু সংরক্ষণ: ফার্টিলিটি বজায় রাখার জন্য কম বয়সী পুরুষরা শুক্রাণু ফ্রিজ করতে পারেন। ভবিষ্যতে যখন তিনি সন্তান চাইবেন, তখন সেই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করতে পারেন। Representative Image
advertisement
advertisement
advertisement