Make up Products: কসমেটিকস কিনতে ভালবাসেন? হতে পারে সর্বনাশ, ‘নকল’ কেনার আগে সাবধান হন

Last Updated:
বাজারে বর্তমানে প্রচুর নকল প্রসাধনী দ্রব্য পাওয়া যাচ্ছে৷ যা ব্যবহার করলে ত্বকের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে৷ মেকআপ আর্টিস্ট ঋতুজা আলহাত জানালেন কীভাবে চিনবেন সঠিক প্রসাধনী দ্রব্য৷
1/7
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। Oppo কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোন হল Oppo Find N3 Flip। এই মাসেই চিনে লঞ্চ করা হয়েছে Oppo Find N2 Flip। মনে করা হচ্ছে Oppo Find N3 Flip স্মার্টফোন হল Oppo Find N2 Flip-এর উত্তরসূরি। রিপোর্ট অনুযায়ী স্যামসাং-এর সদ্য লঞ্চ হওয়া Galaxy Z Flip 5-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য Oppo-র নতুন Flip ফোনটি আগামী ২৯ অগাস্ট লঞ্চ করা হবে।
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। Oppo কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোন হল Oppo Find N3 Flip। এই মাসেই চিনে লঞ্চ করা হয়েছে Oppo Find N2 Flip। মনে করা হচ্ছে Oppo Find N3 Flip স্মার্টফোন হল Oppo Find N2 Flip-এর উত্তরসূরি। রিপোর্ট অনুযায়ী স্যামসাং-এর সদ্য লঞ্চ হওয়া Galaxy Z Flip 5-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য Oppo-র নতুন Flip ফোনটি আগামী ২৯ অগাস্ট লঞ্চ করা হবে।
advertisement
2/7
কিন্তু কোন প্রসাধনী দ্রব্য কেনা উচিত? কতজনেই বা ব্র্যান্ড দেখে মেকআপের সরঞ্জাম কেনেন? কমদামে ব্র্যান্ডেড ভেবে আসলে আপনি হয়তো কোনও একটি ভুয়ো প্রোডাক্ট কিনে আনছেন৷ নকলের মাঝে কিভাবে চিনবেন ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্ট? মহারাষ্ট্রের একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট ঋতুজা আলহাত জানালেন কীভাবে চিনবেন সঠিক প্রসাধনী দ্রব্য৷
কিন্তু কোন প্রসাধনী দ্রব্য কেনা উচিত? কতজনেই বা ব্র্যান্ড দেখে মেকআপের সরঞ্জাম কেনেন? কমদামে ব্র্যান্ডেড ভেবে আসলে আপনি হয়তো কোনও একটি ভুয়ো প্রোডাক্ট কিনে আনছেন৷ নকলের মাঝে কিভাবে চিনবেন ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্ট? মহারাষ্ট্রের একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট ঋতুজা আলহাত জানালেন কীভাবে চিনবেন সঠিক প্রসাধনী দ্রব্য৷
advertisement
3/7
প্রসাধনীর বাজার ব্যাপকভাবে বেড়েছে। একটি ছোট শহরেও প্রসাধনী শিল্পের মাসিক টার্নওভার কয়েক কোটি টাকা। যে কারণে সাম্প্রতিক সময়ে প্রসাধনীতে প্রচুর জালিয়াতি হচ্ছে। তাই এখন গ্রাহকদের বেশি সতর্ক হওয়া দরকার। যে পণ্যের জন্য তারা এত টাকা দিয়েছেন, তা যেন নকল হয়। এ যেন জীবন নিয়ে খেলা। এই সমস্যা থেকে বাঁচতে ঋতুজা আলহাতের দেওয়া এই টিপস্ গুলি মেনে চলুন। আপনি তাহলে ঠকে যাবেন না।
প্রসাধনীর বাজার ব্যাপকভাবে বেড়েছে। একটি ছোট শহরেও প্রসাধনী শিল্পের মাসিক টার্নওভার কয়েক কোটি টাকা। যে কারণে সাম্প্রতিক সময়ে প্রসাধনীতে প্রচুর জালিয়াতি হচ্ছে। তাই এখন গ্রাহকদের বেশি সতর্ক হওয়া দরকার। যে পণ্যের জন্য তারা এত টাকা দিয়েছেন, তা যেন নকল হয়। এ যেন জীবন নিয়ে খেলা। এই সমস্যা থেকে বাঁচতে ঋতুজা আলহাতের দেওয়া এই টিপস্ গুলি মেনে চলুন। আপনি তাহলে ঠকে যাবেন না।
advertisement
4/7
ব্র্যান্ড লেবেল চেক করুন: রুতুজা আলহাতের মতে, নকল প্রসাধনী শনাক্ত করা সম্ভব না হওয়ার কারণ হল তাদের লোগো এবং লেবেল আসল ব্র্যান্ডের মতো। আপাতদৃষ্টিতে দুটির লোগো এবং লেবেলের মধ্যে কোন পার্থক্য নেই, তবে আপনি যদি ভালভাবে লক্ষ করেন তবে আপনি অবিলম্বে আসল এবং নকলের মধ্যে পার্থক্য জানতে পারবেন। তাই প্রসাধনী কেনার আগে আপনার পছন্দের ব্র্যান্ডের লোগো এবং লেবেল ভাল করে দেখে নিন। ফন্ট সাইজ দেখুন। একই স্টাইল লোগো এবং লেবেল আছে শুধুমাত্র সেইসব আইটেম কিনুন৷ সামান্য পার্থক্য থাকলে কেনা এড়িয়ে চলুন।
ব্র্যান্ড লেবেল চেক করুন: রুতুজা আলহাতের মতে, নকল প্রসাধনী শনাক্ত করা সম্ভব না হওয়ার কারণ হল তাদের লোগো এবং লেবেল আসল ব্র্যান্ডের মতো। আপাতদৃষ্টিতে দুটির লোগো এবং লেবেলের মধ্যে কোন পার্থক্য নেই, তবে আপনি যদি ভালভাবে লক্ষ করেন তবে আপনি অবিলম্বে আসল এবং নকলের মধ্যে পার্থক্য জানতে পারবেন। তাই প্রসাধনী কেনার আগে আপনার পছন্দের ব্র্যান্ডের লোগো এবং লেবেল ভাল করে দেখে নিন। ফন্ট সাইজ দেখুন। একই স্টাইল লোগো এবং লেবেল আছে শুধুমাত্র সেইসব আইটেম কিনুন৷ সামান্য পার্থক্য থাকলে কেনা এড়িয়ে চলুন।
advertisement
5/7
টেক্সচার দেখে নিন: প্রতিটি ব্র্যান্ডের প্রসাধনী দ্রব্যের সুগন্ধ একটু আলাদা৷ গঠনও সামান্য আলাদা হয়৷ তাই সুগন্ধি ও টেক্সচার যাচাই করেই কিনুন। যদি প্রথমবার কোনও ব্র্যান্ড ব্যবহার করতে যাচ্ছেন, তাহলে প্রথমে ইন্টারনেটে সেই ব্র্যান্ডের অফিশিয়াল সাইট থেকে সঠিক তথ্য নিন এবং তারপরই কিনুন।
টেক্সচার দেখে নিন: প্রতিটি ব্র্যান্ডের প্রসাধনী দ্রব্যের সুগন্ধ একটু আলাদা৷ গঠনও সামান্য আলাদা হয়৷ তাই সুগন্ধি ও টেক্সচার যাচাই করেই কিনুন। যদি প্রথমবার কোনও ব্র্যান্ড ব্যবহার করতে যাচ্ছেন, তাহলে প্রথমে ইন্টারনেটে সেই ব্র্যান্ডের অফিশিয়াল সাইট থেকে সঠিক তথ্য নিন এবং তারপরই কিনুন।
advertisement
6/7
ডিসকাউন্টের পেছনে ছুটবেন না৷ রুতুজা আলহাত উল্লেখ করেছেন যে ভাল মানের প্রসাধনীর দাম সবসময়ই কিছুটা বেশি হয়৷ এগুলোর উপর ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পেতে পারেন। তবে যদি এর চেয়ে বেশি অর্থাৎ প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায় কোনও ব্র্যান্ডে তাহলে সতর্ক হয়ে যান৷ জাল হওয়ার সম্ভাবনা বেশি৷
ডিসকাউন্টের পেছনে ছুটবেন না৷ রুতুজা আলহাত উল্লেখ করেছেন যে ভাল মানের প্রসাধনীর দাম সবসময়ই কিছুটা বেশি হয়৷ এগুলোর উপর ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পেতে পারেন। তবে যদি এর চেয়ে বেশি অর্থাৎ প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায় কোনও ব্র্যান্ডে তাহলে সতর্ক হয়ে যান৷ জাল হওয়ার সম্ভাবনা বেশি৷
advertisement
7/7
 বারকোডটি ভাল করে দেখুন: তিনি আরও উল্লেখ করেছেন যে প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের নিজস্ব বারকোড থাকে৷  যে পণ্যগুলির বারকোড এবং সিরিয়াল নম্বর নেই সেগুলি নকল হতে পারে৷
বারকোডটি ভাল করে দেখুন: তিনি আরও উল্লেখ করেছেন যে প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের নিজস্ব বারকোড থাকে৷ যে পণ্যগুলির বারকোড এবং সিরিয়াল নম্বর নেই সেগুলি নকল হতে পারে৷
advertisement
advertisement
advertisement