Mahalaya 2023: মহালয়ায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ! তর্পণ কি করা যাবে? জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:
Mahalaya 2023: মহালয়ার তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে। যাঁরা তর্পণ করেন, তাঁদের মনে সূর্যগ্রহণ সংক্রান্ত দ্বিধা এসেছে
1/8
আগামিকাল, শনিবার এ বছরের মহালয়া। আবার এই দিনেই রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিরল মহাজাগতিক যোগ এসেছে ১০০ বছরে।
আগামিকাল, শনিবার এ বছরের মহালয়া। আবার এই দিনেই রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিরল মহাজাগতিক যোগ এসেছে ১০০ বছরে।
advertisement
2/8
মহালয়ার তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে। যাঁরা তর্পণ করেন, তাঁদের মনে সূর্যগ্রহণ সংক্রান্ত দ্বিধা এসেছে।
মহালয়ার তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে। যাঁরা তর্পণ করেন, তাঁদের মনে সূর্যগ্রহণ সংক্রান্ত দ্বিধা এসেছে।
advertisement
3/8
২৬ অগাস্ট রাত ৮.৩৪ মিনিটে শুরু হবে সূর্যের বলয়গ্রাস৷ এই গ্রহণ থাকবে রাত ২.২৫ মিনিট পর্যন্ত৷ তবে ভারতে এই মহাজাগতিক ঘটনা দৃশ্য নয়৷
২৬ অগাস্ট রাত ৮.৩৪ মিনিটে শুরু হবে সূর্যের বলয়গ্রাস৷ এই গ্রহণ থাকবে রাত ২.২৫ মিনিট পর্যন্ত৷ তবে ভারতে এই মহাজাগতিক ঘটনা দৃশ্য নয়৷
advertisement
4/8
মহালয়ার দিন সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশ থেকে৷ ভারত থেকে এই মহাজাগতিক ঘটনা দৃশ্যমান নয়।
মহালয়ার দিন সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশ থেকে৷ ভারত থেকে এই মহাজাগতিক ঘটনা দৃশ্যমান নয়।
advertisement
5/8
জ্যোতিষী পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠি জানাচ্ছেন মহালয়ার দিন সূর্যগ্রহণ নিছকই সমাপতন৷ একটি মহাজাগতিক ঘটনা৷ অন্যটি প্রচলিত সংস্কৃতি ও রীতিরেওয়াজ৷
জ্যোতিষী পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠি জানাচ্ছেন মহালয়ার দিন সূর্যগ্রহণ নিছকই সমাপতন৷ একটি মহাজাগতিক ঘটনা৷ অন্যটি প্রচলিত সংস্কৃতি ও রীতিরেওয়াজ৷
advertisement
6/8
ভারত থেকে দৃশ্য নয় বলে মহালয়ার আচার আচরণ পালনেও অসুবিধে নেই বলেই মত জ্যোতিষী পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠির৷
ভারত থেকে দৃশ্য নয় বলে মহালয়ার আচার আচরণ পালনেও অসুবিধে নেই বলেই মত জ্যোতিষী পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠির৷
advertisement
7/8
 এ বছর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল৷ দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর৷
এ বছর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল৷ দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর৷
advertisement
8/8
এ বছর প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ৫ মে৷ পরের চন্দ্রগ্রহণ হবে ২৯ অক্টোবর৷
এ বছর প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ৫ মে৷ পরের চন্দ্রগ্রহণ হবে ২৯ অক্টোবর৷
advertisement
advertisement
advertisement