Love Relation: বয়সে বড় মহিলাদের প্রতি আকৃষ্ট হন বেশিরভাগ পুরুষ, কেন জানেন? যা বলছে বিজ্ঞান

Last Updated:
সে এক অদম্য আকর্ষণ, সেই হাতছানি এড়ানো দায়। একই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? জানাচ্ছে বিজ্ঞান--
1/6
বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রে সাধারণত ধরা হয়, পুরষের বয়স বেশি এবং মহিলার বয়স কম হবে। কিন্তু এ'তো গেল সাধারণ সমিকরণ। সেই কোন যুগ থেকে বেশিরভাগ পুরুষই আকৃষ্ট হন বয়সে বড় মহিলাদের প্রতি। সে এক অদম্য আকর্ষণ, সেই হাতছানি এড়ানো দায়। একই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? জানাচ্ছে বিজ্ঞান--
বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রে সাধারণত ধরা হয়, পুরষের বয়স বেশি এবং মহিলার বয়স কম হবে। কিন্তু এ'তো গেল সাধারণ সমিকরণ। সেই কোন যুগ থেকে বেশিরভাগ পুরুষই আকৃষ্ট হন বয়সে বড় মহিলাদের প্রতি। সে এক অদম্য আকর্ষণ, সেই হাতছানি এড়ানো দায়। একই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? জানাচ্ছে বিজ্ঞান--
advertisement
2/6
বয়সের সঙ্গেসঙ্গে একজন মহিলা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁরা তখন অনেক দৃপ্ত। অন্যের জন্য কথায়-কথায় নিজেকে বদলানোর কথা ভাবেন না। অল্প বয়সী পুরুষেরা মহিলাদের এই আত্মবিশ্বাস খুব পছন্দ করে।
বয়সের সঙ্গেসঙ্গে একজন মহিলা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁরা তখন অনেক দৃপ্ত। অন্যের জন্য কথায়-কথায় নিজেকে বদলানোর কথা ভাবেন না। অল্প বয়সী পুরুষেরা মহিলাদের এই আত্মবিশ্বাস খুব পছন্দ করে।
advertisement
3/6
মাঝ বয়সী মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! তাঁরা অনেক বেশি পরিণত। অনেক বেশি পরিপক্ক। অল্প বয়সী পুরুষেরা পরিণত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন।
মাঝ বয়সী মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! তাঁরা অনেক বেশি পরিণত। অনেক বেশি পরিপক্ক। অল্প বয়সী পুরুষেরা পরিণত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন।
advertisement
4/6
যে-সমস্ত পুরুষ অভিব্যক্তিপূর্ণ, তাঁরা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন। একটা বয়সের পর অনেক মহিলাই জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে, অনুভব করতে উন্মুক্ত থাকেন, যা অল্প বয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়।
যে-সমস্ত পুরুষ অভিব্যক্তিপূর্ণ, তাঁরা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন। একটা বয়সের পর অনেক মহিলাই জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে, অনুভব করতে উন্মুক্ত থাকেন, যা অল্প বয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়।
advertisement
5/6
মাঝ বয়সী মহিলারা সাধারণত অনেক বেশি স্বাধীনচেতা হন। তাঁদের এই বৈশিষ্ট্য অল্প বয়সী পুরুষদের আকৃষ্ট করে।
মাঝ বয়সী মহিলারা সাধারণত অনেক বেশি স্বাধীনচেতা হন। তাঁদের এই বৈশিষ্ট্য অল্প বয়সী পুরুষদের আকৃষ্ট করে।
advertisement
6/6
সম্পর্কে আবেগপ্রবণ হওয়া খুব জরুরি। মাঝ বয়সী মহিলারা ইমোশনাল দিন থেকে অনেক বেশি পরিণত হন, তাঁরা পুরুষের মানসিকতা বেশি ভাল বোঝেন।
সম্পর্কে আবেগপ্রবণ হওয়া খুব জরুরি। মাঝ বয়সী মহিলারা ইমোশনাল দিন থেকে অনেক বেশি পরিণত হন, তাঁরা পুরুষের মানসিকতা বেশি ভাল বোঝেন।
advertisement
advertisement
advertisement