একটা টিকটিকি থাকবে না বাড়িতে! ৫ টাকা খরচ হবে, 'এই' টোটকা কাজে লাগবেই

Last Updated:
Lizard: বাড়িতে একটা টিকটিকি থাকবে না, সব পালাবে। মাত্র ৫ টাকা খরচ করে এই জিনিস রাখুন। তার পর দেখবেন ম্যাজিক।
1/8
টিকটিকির উৎপাতে অনেকেই অতিষ্ঠ। বাড়িতে টিকটিকির দাপাদাপি বরদাস্ত করতে পারেন না অনেকেই।
টিকটিকির উৎপাতে অনেকেই অতিষ্ঠ। বাড়িতে টিকটিকির দাপাদাপি বরদাস্ত করতে পারেন না অনেকেই।
advertisement
2/8
বাড়ির যে কোনও জায়গায় টিকটিকির উৎপাত। হাজার চেষ্টা করেও তাড়াতে পারছেন না! এবার টিকটিকি তাড়ানোর সহজ রাস্তা বলে দেব আমরা।
বাড়ির যে কোনও জায়গায় টিকটিকির উৎপাত। হাজার চেষ্টা করেও তাড়াতে পারছেন না! এবার টিকটিকি তাড়ানোর সহজ রাস্তা বলে দেব আমরা।
advertisement
3/8
সহজ ঘরোয়া পদ্ধতি। তাতেই পালাবে টিকটিকি। আপনার খরচ হবে মাত্র ৫ টাকা। তাতেই কেল্লাফতে।
সহজ ঘরোয়া পদ্ধতি। তাতেই পালাবে টিকটিকি। আপনার খরচ হবে মাত্র ৫ টাকা। তাতেই কেল্লাফতে।
advertisement
4/8
এই টোটকা তৈরিতে আপনার লাগবে একটি ৫ টাকার তামাক বা গুটখার প্যাকেট। সঙ্গে একটুখানি ময়দা ও সামান্য কফি পাউডার।
এই টোটকা তৈরিতে আপনার লাগবে একটি ৫ টাকার তামাক বা গুটখার প্যাকেট। সঙ্গে একটুখানি ময়দা ও সামান্য কফি পাউডার।
advertisement
5/8
অনেকেই জানেন না, কফি ও তামাকের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না টিকটিকির দল। ফলে এই দুটি জিনিস থাকা মানে সেই জায়গায় আর টিকটিকি আসবে না।
অনেকেই জানেন না, কফি ও তামাকের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না টিকটিকির দল। ফলে এই দুটি জিনিস থাকা মানে সেই জায়গায় আর টিকটিকি আসবে না।
advertisement
6/8
প্রথমে তামাক একটু ভিজিয়ে নিন। তার পর সেটার সঙ্গে কিছুটা কফি পাউডার ও সামান্য ময়দা মিশিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন।
প্রথমে তামাক একটু ভিজিয়ে নিন। তার পর সেটার সঙ্গে কিছুটা কফি পাউডার ও সামান্য ময়দা মিশিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন।
advertisement
7/8
সেই ছোট বলগুলি বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিন। যেমন ভেন্টিলেটর, জানলা, দরজার পিছনে। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে।
সেই ছোট বলগুলি বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিন। যেমন ভেন্টিলেটর, জানলা, দরজার পিছনে। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে।
advertisement
8/8
তবে বাড়িতে বাচ্চা থাকলে সাবধান। সেই ছোট ছোট বল যেন কোনওভাবেই বাচ্চাদের নাগালের মধ্যে না থাকে!
তবে বাড়িতে বাচ্চা থাকলে সাবধান। সেই ছোট ছোট বল যেন কোনওভাবেই বাচ্চাদের নাগালের মধ্যে না থাকে!
advertisement
advertisement
advertisement