Diamond Jewelry: ভারী সোনার গয়না নয়, হাল্কা সস্তার হিরে এখন বাজার কাঁপাচ্ছে! কত টাকা থেকে শুরু জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
স্বর্ণালংকার নয়, ভাগ্য ফেরাতে হিরের হালকা স্টাইলিশ গয়নায় ঝোঁক বাড়ছে নারীদের
advertisement
advertisement
advertisement
জ্যোতিষ শাস্ত্র অনুসারে হিরে যেহেতু শারীরিক সুস্থতা এবং সৌভাগ্য বৃদ্ধির কথা বলে, ফলে অনেকেই হালকা ধরনের এই হিরের অলংকার পড়তে আগ্রহ প্রকাশ করছেন। আর তাই অলংকার বিপনী সংস্থাগুলিও আধুনিক এই হিরের গয়নায় বিশেষ ছাড় দিচ্ছে ক্রেতাদের কেনাকাটার উপর। হাবরার এক অলংকার বিপণী সংস্থাতে এদিন ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল হিরের গহনা কিনতে। কচিকাঁচা থেকে সকল বয়সের মহিলাদের আধুনিক এই হিরের বিভিন্ন অলংকার পড়িয়েও করান হল রাম্প ওয়াক। মাত্র ৩ হাজার টাকা থেকেই এখন মিলছে হিরের অলংকার বলেও জানালেন বিক্রেতারা।
advertisement
advertisement
শুধুমাত্র নারীদের সৌন্দর্য বা শখের জন্য নয়, বরং শারীরিক সুস্থতার জন্যও হিরার গয়নাকে বেছে নিচ্ছেন অনেক ক্রেতা। ফলে জ্যোতিষ শাস্ত্র মতে আধুনিক স্টাইল এর মিশ্রণে হালকা ওজনের হীরের অলংকার এখন জনপ্রিয় হয়ে উঠছে বাজারে। সামনেই আসছে "ভ্যালেন্টাইন মাস" তাই চাইলে প্রিয়জনকে আপনিও এখন উপহারে দিতে পারেন সাধ্যের মধ্যে থাকা এই ধরনের হিরের অলকার।