Bike Helmet: আপনার হেলমেট কি দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সক্ষম? কী দেখে কিনবেন হেলমেট? জানুন

Last Updated:
Bike Helmet: হেলমেট আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা  সক্ষম? আপনাকে সব সময় হেলমেট কেনার আগে এই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে।
1/6
*হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারি। তাই বাইক স্কুটার নিয়ে রাস্তায় বেরোলে হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু আপনি যে হেলমেটটা পড়ে রাস্তায় বেরচ্ছেন সেই হেলমেটটি আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবে তো? নাকি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাবে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি। 
*হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারি। তাই বাইক স্কুটার নিয়ে রাস্তায় বেরোলে হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু আপনি যে হেলমেটটা পড়ে রাস্তায় বেরচ্ছেন সেই হেলমেটটি আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবে তো? নাকি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাবে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*আপনার হেলমেট আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে সক্ষম? তা জানতে আপনাকে সব সময় হেলমেট কেনার আগে এই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সংগৃহীত ছবি।
*আপনার হেলমেট আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে সক্ষম? তা জানতে আপনাকে সব সময় হেলমেট কেনার আগে এই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*লোগো দেখা: প্রথমে হেলমেট কেনার আগে সুরক্ষার স্বার্থে ISI লোগো রয়েছে কিনা হেলমেটে সেটা দেখে নিন। সংগৃহীত ছবি।
*লোগো দেখা: প্রথমে হেলমেট কেনার আগে সুরক্ষার স্বার্থে ISI লোগো রয়েছে কিনা হেলমেটে সেটা দেখে নিন। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*বায়ু চলাচল: বাইক চালানোর সময় হেলমেটের ভিতরে বায়ু চলাচল করাটা জরুরি এর জন্যই হেলমেটের ছিদ্র গুলির দ্বারা মাথার উপর বায়ু চলাচল করে থাকে। যার কারণে বাইকারের মাথা ঠান্ডা রাখে এবং বাইক চালানোর ক্ষেত্রে আরামদায়ক একটি অনুভূতি দিয়ে থাকে। সংগৃহীত ছবি।
*বায়ু চলাচল: বাইক চালানোর সময় হেলমেটের ভিতরে বায়ু চলাচল করাটা জরুরি এর জন্যই হেলমেটের ছিদ্র গুলির দ্বারা মাথার উপর বায়ু চলাচল করে থাকে। যার কারণে বাইকারের মাথা ঠান্ডা রাখে এবং বাইক চালানোর ক্ষেত্রে আরামদায়ক একটি অনুভূতি দিয়ে থাকে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*সঠিক সাইজের হেলমেট নির্ধারণ: যখন হেলমেট বাছাই করবেন তখন অবশ্যই আপনার মাথার সর্ববৃহৎ অংশ পরিমাপ করুন। আপনার মাথার আকারে থেকে একটু বড় মাপের হেলমেট কিনুন। সংগৃহীত ছবি।
*সঠিক সাইজের হেলমেট নির্ধারণ: যখন হেলমেট বাছাই করবেন তখন অবশ্যই আপনার মাথার সর্ববৃহৎ অংশ পরিমাপ করুন। আপনার মাথার আকারে থেকে একটু বড় মাপের হেলমেট কিনুন। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*হেলমেটের ওজন ও দীর্ঘস্থায়িত্ব: যেসব হেলমেট ওজনে যত বেশি হালকা হবে সেইসব হেলমেট তত বেশি ভাল হবে, এ ক্ষেত্রে দেখতে হবে হেলমেট মজবুত কিনা। সংগৃহীত ছবি।
*হেলমেটের ওজন ও দীর্ঘস্থায়িত্ব: যেসব হেলমেট ওজনে যত বেশি হালকা হবে সেইসব হেলমেট তত বেশি ভাল হবে, এ ক্ষেত্রে দেখতে হবে হেলমেট মজবুত কিনা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement