Kissing: লজ্জা? গোপনীয়তা? নাকি চরম তৃপ্তি? ‘চুম্বনের’ সময় কেন আমাদের ‘চোখ’ নিজের থেকেই ‘বন্ধ’ হয়ে যায় সবসময়? চমকে যাবেন ‘কারণ’ জানলে

Last Updated:
Kissing:পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে ৷ এই মানব আচরণের পিছনে একাধিক কারণ আছে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা
1/10
ভালবাসার অন্যতম অঙ্গ হল চুম্বন বা চুমু খাওয়া। ভ্যালেন্টাইন্স উইকে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি পালিত হয় চুম্বন দিবস বা Kissing Day। এ বছর বৃহস্পতিবার পালিত হচ্ছে চুম্বন দিবস।
ভালবাসার অন্যতম অঙ্গ হল চুম্বন বা চুমু খাওয়া। ভ্যালেন্টাইন্স উইকে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি পালিত হয় চুম্বন দিবস বা Kissing Day। এ বছর বৃহস্পতিবার পালিত হচ্ছে চুম্বন দিবস।
advertisement
2/10
চুম্বন হল ভালবাসার বহিঃপ্রকাশ। সেই ভালবাসা হতেই পারে স্নেহের আর এক নাম। আবার কোনও সংস্কৃতিতে শ্রদ্ধাবশতও হাতে চুম্বন করা হয়। তবে প্রতি চুম্বনই একে অন্যের থেকে আলাদা।
চুম্বন হল ভালবাসার বহিঃপ্রকাশ। সেই ভালবাসা হতেই পারে স্নেহের আর এক নাম। আবার কোনও সংস্কৃতিতে শ্রদ্ধাবশতও হাতে চুম্বন করা হয়। তবে প্রতি চুম্বনই একে অন্যের থেকে আলাদা।
advertisement
3/10
বিশেষত প্রেমের চুম্বনে মিলেমিশে থাকে যৌনতার আশ্লেষ বা আবেগ। প্রেমের চুম্বনে আমাদের চোখ বন্ধ হয়ে আসে এবং মাথা একদিকে হেলে যায়। এই শরীরী ভঙ্গির জন্য আলাদা করে কিছু করতে হয় না। নিজের থেকেই মাথা কাত হয়ে যায়। চোখের পাতা নেমে আসে।
বিশেষত প্রেমের চুম্বনে মিলেমিশে থাকে যৌনতার আশ্লেষ বা আবেগ। প্রেমের চুম্বনে আমাদের চোখ বন্ধ হয়ে আসে এবং মাথা একদিকে হেলে যায়। এই শরীরী ভঙ্গির জন্য আলাদা করে কিছু করতে হয় না। নিজের থেকেই মাথা কাত হয়ে যায়। চোখের পাতা নেমে আসে।
advertisement
4/10
পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে ৷ এই মানব আচরণের পিছনে একাধিক কারণ আছে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা৷
পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে ৷ এই মানব আচরণের পিছনে একাধিক কারণ আছে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা৷
advertisement
5/10
প্রথমেই তাঁরা বলেন এই আচরণ জড়িয়ে আছে তৃপ্তির সঙ্গেই ৷ ভাল খেলে, ভাল গান শুনলে আমরা যেমন আবেশে চোখ বন্ধ করে ফেলি, চুমুর সময়েও ঠিক তাই৷
প্রথমেই তাঁরা বলেন এই আচরণ জড়িয়ে আছে তৃপ্তির সঙ্গেই ৷ ভাল খেলে, ভাল গান শুনলে আমরা যেমন আবেশে চোখ বন্ধ করে ফেলি, চুমুর সময়েও ঠিক তাই৷
advertisement
6/10
সেইসঙ্গে থাকে মনঃসংযোগের বিষয়ও৷ আমরা পারিপার্শ্বিক ভুলে চিন্তনের ভরকেন্দ্রে রাখতে চাই সঙ্গী ও চুম্বনকেই৷ তাই চোখ বন্ধ রেখে মনকে সরিয়ে নিই চারপাশ থেকে৷
সেইসঙ্গে থাকে মনঃসংযোগের বিষয়ও৷ আমরা পারিপার্শ্বিক ভুলে চিন্তনের ভরকেন্দ্রে রাখতে চাই সঙ্গী ও চুম্বনকেই৷ তাই চোখ বন্ধ রেখে মনকে সরিয়ে নিই চারপাশ থেকে৷
advertisement
7/10
প্রেমের অঙ্গ চুম্বন৷ ভালবাসা বা প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে কিছুটা লজ্জা ও কুণ্ঠাও ৷ তাই সেই লজ্জাবোধ থেকেও আমাদের চোখ বুজে আসে৷
প্রেমের অঙ্গ চুম্বন৷ ভালবাসা বা প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে কিছুটা লজ্জা ও কুণ্ঠাও ৷ তাই সেই লজ্জাবোধ থেকেও আমাদের চোখ বুজে আসে৷
advertisement
8/10
প্রেমের সঙ্গে জুড়ে থাকে গোপনীয়তাও৷ আমাদের ধারণা, আমরা কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাদেরও কেউ দেখতে পাচ্ছে না৷ সেই বোধ থেকেও চুমু খাওয়ার সময় দু’চোখ বন্ধ করে রাখি৷
প্রেমের সঙ্গে জুড়ে থাকে গোপনীয়তাও৷ আমাদের ধারণা, আমরা কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাদেরও কেউ দেখতে পাচ্ছে না৷ সেই বোধ থেকেও চুমু খাওয়ার সময় দু’চোখ বন্ধ করে রাখি৷
advertisement
9/10
প্রেমের আত্মসমর্পণের অঙ্গ হল চুম্বন৷ বিশ্বাস ও আস্থা অর্জন করেই সেই আত্মসমর্পণের বোধ আসে৷ যাঁকে অগাধ বিশ্বাস, তার উপর হয়তো চোখ বন্ধ রেখেও ভরসা করা যায়৷
প্রেমের আত্মসমর্পণের অঙ্গ হল চুম্বন৷ বিশ্বাস ও আস্থা অর্জন করেই সেই আত্মসমর্পণের বোধ আসে৷ যাঁকে অগাধ বিশ্বাস, তার উপর হয়তো চোখ বন্ধ রেখেও ভরসা করা যায়৷
advertisement
10/10
চোখ খোলা রাখলেও নিজেদের চুম্বন মুহূর্ত নিজেদের কাছে দেখার জন্য বিশেষ উপভোগ্য নয়৷ সেই বার্তাও হয়তো মানুষের মস্তিষ্কের মজ্জাগত৷ ফলে চুমুর সময় আপনা থেকেই চোখের পাতা নেমে আসে নীচে৷
চোখ খোলা রাখলেও নিজেদের চুম্বন মুহূর্ত নিজেদের কাছে দেখার জন্য বিশেষ উপভোগ্য নয়৷ সেই বার্তাও হয়তো মানুষের মস্তিষ্কের মজ্জাগত৷ ফলে চুমুর সময় আপনা থেকেই চোখের পাতা নেমে আসে নীচে৷
advertisement
advertisement
advertisement