Art & Adda: অন্য ‘চরিত্রে’ অপরাজিতা, খামখেয়াল বাড়িতে অভিনেত্রীর চিত্র প্রদর্শনী, শীতের মিঠে রোদে জমে উঠল ‘আর্ট অ্যান্ড আড্ডা’
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Art & Adda with Aparajita Ghosh: অপরাজিতা ঘোষ অভিনেত্রী। পর্দার পরিচিত মুখ। লাইট, ক্যামেরা, অ্যাকশনে সাবলীল। কিন্তু তিনি যে এমন ছবি আঁকতে পারেন কে জানত! না, অনেকেই জানতেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
অপরাজিতার নিজের কথায়, “প্রথম সবসময়ই স্পেশাল। সেই প্রথম যেদিন আঁকতে গেলাম বংশীকাকুর কাছে, সেই যেদিন প্রথম ঠিক করলাম শিল্পী হওয়ার জার্নিতে কেটে নেব নিজের আরএসি টিকিট, যেদিন প্রথম বোলপুরের ট্রেনটা কলকাতার দিকে রওনা দিল, সেই প্রথম যেদিন বাদ পড়লাম। সেই প্রথম যেদিন বলল আমার দ্বারা কিচ্ছু হবে না, সেই প্রথম যেদিন চেনা মানুষ অচেনা হল, আবার অচেনার গণ্ডী পেরিয়ে প্রথম যেদিন নিজের কাজ পেলাম, সেই যেদিন নন্দনের হলে প্রথম বানানো সিনেমা দেখানো হল, সেই যেদিন প্রথম বাবাকে রুমাল বের করে চোখ মুছতে দেখলাম, সবগুলো স্পেশাল।”
advertisement
advertisement
advertisement