Alipurduar Tourism: চাঁদনী রাতে মায়াবী আলোয় ঘুরে আসুন জয়ন্তী রিভার সাইড, সঙ্গীর সঙ্গে জমবে প্রেম, আজীবন মনে থেকে যাবে

Last Updated:
Alipurduar Tourism: চাঁদনী রাত সঙ্গে নদীর জলের শব্দ সবটা মিলিয়ে জয়ন্তী যেন রূপকথার জগৎ। পূর্ণিমার সময় চাইলে আপনিও আপনার কাছের মানুষকে নিয়ে আসতে পারেন এই পর্যটনস্থলে।
1/5
*আলিপুরদুয়ার, অনন্যা দে: আলিপুরদুয়ার এসে জয়ন্তী বেড়াতে না এলে মন খারাপ হয়ে যায় পর্যটকদের। পাহাড়, নদীর অপরূপ সৌন্দর্য বরাবর নজর কাড়ে পর্যটকদের। পূর্ণিমার রাতে আরও মায়াবী হয়ে ওঠে জয়ন্তী। রাস পূর্ণিমার রাতে জয়ন্তী রিভার সাইডে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা।
*আলিপুরদুয়ার, অনন্যা দে: আলিপুরদুয়ার এসে জয়ন্তী বেড়াতে না এলে মন খারাপ হয়ে যায় পর্যটকদের। পাহাড়, নদীর অপরূপ সৌন্দর্য বরাবর নজর কাড়ে পর্যটকদের। পূর্ণিমার রাতে আরও মায়াবী হয়ে ওঠে জয়ন্তী। রাস পূর্ণিমার রাতে জয়ন্তী রিভার সাইডে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা।
advertisement
2/5
*এই সময় জয়ন্তী নদীর জল অন্যান্য বছর প্রায় দেখা যায় না। তবে বৃষ্টির কারণে নদীতে জল রয়েছে। রাস পূর্ণিমার রাতে চাঁদের আলো মেখে জয়ন্তীর পাহাড় ও নদী সেজে উঠেছিল অপরূপ সাজে, যা নজর এড়িয়ে যায়নি পর্যটকদের।
*এই সময় জয়ন্তী নদীর জল অন্যান্য বছর প্রায় দেখা যায় না। তবে বৃষ্টির কারণে নদীতে জল রয়েছে। রাস পূর্ণিমার রাতে চাঁদের আলো মেখে জয়ন্তীর পাহাড় ও নদী সেজে উঠেছিল অপরূপ সাজে, যা নজর এড়িয়ে যায়নি পর্যটকদের।
advertisement
3/5
*রাস পূর্ণিমার রাতে জয়ন্তীর এই সৌন্দর্য ক্যামেরাবন্দী করেন পর্যটকরা। এলাকার পর্যটন ব্যবসায়ীদের মতে পূর্ণ পূর্ণিমাগুলিতে জয়ন্তীর আলাদা সৌন্দর্য থাকে। রিভারসাইডে বসে চাঁদ দেখার ব্যবস্থা করবেন তারা শীঘ্রই।
*রাস পূর্ণিমার রাতে জয়ন্তীর এই সৌন্দর্য ক্যামেরাবন্দী করেন পর্যটকরা। এলাকার পর্যটন ব্যবসায়ীদের মতে পূর্ণ পূর্ণিমাগুলিতে জয়ন্তীর আলাদা সৌন্দর্য থাকে। রিভারসাইডে বসে চাঁদ দেখার ব্যবস্থা করবেন তারা শীঘ্রই।
advertisement
4/5
*চাঁদনী রাত সঙ্গে নদীর জলের শব্দ সবটা মিলিয়ে জয়ন্তী যেন রূপকথার জগৎ। পূর্ণিমার সময় চাইলে আপনিও আপনার কাছের মানুষকে নিয়ে আসতে পারেন এই পর্যটনস্থলে।
*চাঁদনী রাত সঙ্গে নদীর জলের শব্দ সবটা মিলিয়ে জয়ন্তী যেন রূপকথার জগৎ। পূর্ণিমার সময় চাইলে আপনিও আপনার কাছের মানুষকে নিয়ে আসতে পারেন এই পর্যটনস্থলে।
advertisement
5/5
**জানা যায়, এখন বিকেল হলে জয়ন্তী নদীর সামনে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের। জল পান করতে আসে তারা। এই দৃশ্য হাতছাড়া করতে চান না কেউ।
*জানা যায় এখন বিকেল হলে জয়ন্তী নদীর সামনে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের। জল পান করতে আসে তারা। এই দৃশ্য হাতছাড়া করতে চান না কেউ।
advertisement
advertisement
advertisement