Itchy Breast Syndrome: আপনার স্তন কি সারাক্ষণ চুলকোয়? কেন এমনটা হচ্ছে?কীভাবে মুক্তি পাবেন? জানুন বিশেষজ্ঞদের মত-

Last Updated:
চিকিৎসকরা বলছেন, স্তন ও স্তনবৃন্ত যদি ঘনঘন চুলকোয়, তবে এই বিষয়গুলো নিয়ে সতর্ক হন--
1/7
এমন অনেক মেয়েই রয়েছেন, যাঁদের স্তন সারাক্ষণই চুলকোয়। বলা বাহুল্য, আর পাঁচজনের মাঝে স্তন ও স্তনবৃন্ত চুলকালে পরিস্থিতি গুরুতর অস্বস্তিকর হয়ে ওঠে! চিকিৎসকরা বলছেন, স্তন ও স্তনবৃন্ত যদি ঘনঘন চুলকোয়, তবে এই বিষয়গুলো নিয়ে সতর্ক হন--
এমন অনেক মেয়েই রয়েছেন, যাঁদের স্তন সারাক্ষণই চুলকোয়। বলা বাহুল্য, আর পাঁচজনের মাঝে স্তন ও স্তনবৃন্ত চুলকালে পরিস্থিতি গুরুতর অস্বস্তিকর হয়ে ওঠে! চিকিৎসকরা বলছেন, স্তন ও স্তনবৃন্ত যদি ঘনঘন চুলকোয়, তবে এই বিষয়গুলো নিয়ে সতর্ক হন--
advertisement
2/7
ত্বকে একজেমা বা এক ধরণের ডার্মাটাইটিস হলে প্রদাহের কারণে  স্তনবৃন্ত শুকিয়ে যাওয়া, স্তনে র‌্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে।
ত্বকে একজেমা বা এক ধরণের ডার্মাটাইটিস হলে প্রদাহের কারণে স্তনবৃন্ত শুকিয়ে যাওয়া, স্তনে র‌্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে।
advertisement
3/7
আপনি যে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচছেন, সেটি হয়তো আপনার ত্বকের সহ্য হচ্ছে না, তাই দেখা দিচ্ছে চুলকানি। আপনার ব্যবহারের পারফিউম থেকেও কিন্তু হতে পারে ত্বকের এলার্জি
আপনি যে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচছেন, সেটি হয়তো আপনার ত্বকের সহ্য হচ্ছে না, তাই দেখা দিচ্ছে চুলকানি। আপনার ব্যবহারের পারফিউম থেকেও কিন্তু হতে পারে ত্বকের এলার্জি
advertisement
4/7
 সিনথেটিক বা অন্য কোনও কৃত্তিম কাপড়ের তৈরি পোশাক পরা এড়িয়ে চলুন।
সিনথেটিক বা অন্য কোনও কৃত্তিম কাপড়ের তৈরি পোশাক পরা এড়িয়ে চলুন।
advertisement
5/7
অত্যাধিক সাবানের ব্যবহার, উলের পোশাক পরলেও স্তনে র‌্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে।
অত্যাধিক সাবানের ব্যবহার, উলের পোশাক পরলেও স্তনে র‌্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে।
advertisement
6/7
বিশ্রাম নিন ও পর্যাপ্ত জল খান।
বিশ্রাম নিন ও পর্যাপ্ত জল খান।
advertisement
7/7
যদি দেখেন, স্তনবৃন্ত থেকে কোনও রকম কালচে বা হলদেতে পুঁজ বেরোচ্ছে, বা স্তনের আকার বদলে যাচ্ছে, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
যদি দেখেন, স্তনবৃন্ত থেকে কোনও রকম কালচে বা হলদেতে পুঁজ বেরোচ্ছে, বা স্তনের আকার বদলে যাচ্ছে, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement