এমন অনেক মেয়েই রয়েছেন, যাঁদের স্তন সারাক্ষণই চুলকোয়। বলা বাহুল্য, আর পাঁচজনের মাঝে স্তন ও স্তনবৃন্ত চুলকালে পরিস্থিতি গুরুতর অস্বস্তিকর হয়ে ওঠে! চিকিৎসকরা বলছেন, স্তন ও স্তনবৃন্ত যদি ঘনঘন চুলকোয়, তবে এই বিষয়গুলো নিয়ে সতর্ক হন--
2/ 7
ত্বকে একজেমা বা এক ধরণের ডার্মাটাইটিস হলে প্রদাহের কারণে স্তনবৃন্ত শুকিয়ে যাওয়া, স্তনে র্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে।
3/ 7
আপনি যে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচছেন, সেটি হয়তো আপনার ত্বকের সহ্য হচ্ছে না, তাই দেখা দিচ্ছে চুলকানি। আপনার ব্যবহারের পারফিউম থেকেও কিন্তু হতে পারে ত্বকের এলার্জি
4/ 7
সিনথেটিক বা অন্য কোনও কৃত্তিম কাপড়ের তৈরি পোশাক পরা এড়িয়ে চলুন।
5/ 7
অত্যাধিক সাবানের ব্যবহার, উলের পোশাক পরলেও স্তনে র্যাশ, লালচে দাগ এবং চুলকানির মতো সমস্যা হতে পারে।
6/ 7
বিশ্রাম নিন ও পর্যাপ্ত জল খান।
7/ 7
যদি দেখেন, স্তনবৃন্ত থেকে কোনও রকম কালচে বা হলদেতে পুঁজ বেরোচ্ছে, বা স্তনের আকার বদলে যাচ্ছে, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।