Indian Salmon (Gurjali) Fish: দুর্দান্ত সুস্বাদু...! 'এই' মাছ আপনিও নির্ঘাত খান...! কিন্তু খেলে শরীরে কী হয় জানেন? দ্বিতীয়বার মুখে তোলার আগে জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Salmon (Gurjali) Fish: ইলিশ-চিংড়ি-রুই-কাতলার মতো বড় মাছের পাশাপাশি পাবদা-পার্শে-বাঁটা-লটে-কাঁচকি এমন নানা ধরনের মাছ আসে বাঙালি বাড়িতে। স্বাদেও যেমন প্রতিটা মাছ আলাদা, তেমনই একেকজনের পছন্দ একেকটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশিষ্ট পুষ্টিবিদ রিতু পুরী এই মাছের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। HealthifyMe-এর সিনিয়র নিউট্রিশনিস্ট রিতু, দিল্লি ইউনিভার্সিটির লেডি আরউইন কলেজ থেকে ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি করেন। রিতু ফোর্টিস হাসপাতাল এবং নিউট্রিশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। একইসঙ্গে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS) এর থেকে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
advertisement
advertisement
তিনি আরও বলেন, "এই মাছে উপস্থিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অস্টিওপরোসিস, মস্তিষ্কের রোগ এবং বিষন্নতা প্রতিরোধ করে। এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং হাড়ের ঘনত্ব উন্নত করে তোলে। 'ইন্ডিয়ান সালমন' প্রোটিন সমৃদ্ধ এবং কম ক্যালোরির মাছ এবং সেই কারণেই এটি ব্যক্তির কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ করে ওজন হ্রাস করে দ্রুত।"







