রাতে ঘুমনোর আগে নাভিতে ফোঁটা ফোঁটা 'তেল' ফেললেই হয় এই 'মির্যাকেল'! জানলে রোজ করবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Belly Button: নাভির সঙ্গে যুক্ত রয়েছে শত শত স্নায়ু, যেগুলি আমাদের শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। এই কারণেই প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে ঠাকুমা-দিদিমার ঘরোয়া চিকিৎসায় নাভিতে তেল দেওয়ার চল বহু যুগ ধরে চলে আসছে। এতে কী হয়, জানলে চমকাবেন।
নাভি—শরীরের মাঝখানে এক বিন্দু। অনেকেই জানেন না, এই ছোট্ট জায়গাটি আসলে অদ্ভুত এক রহস্যের কেন্দ্র। একে শুধু শরীরের গঠনগত সৌন্দর্য বলে উড়িয়ে দেওয়ার কিছু নেই। নাভির সঙ্গে যুক্ত রয়েছে শত শত স্নায়ু, যেগুলি আমাদের শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। আর এই কারণেই প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে ঠাকুমা-দিদিমার ঘরোয়া চিকিৎসায় নাভিতে তেল দেওয়ার চল বহু যুগ ধরে চলে আসছে। (Representative Image: AI)
advertisement
শরীরের গোপন সংকেত, চাপা যন্ত্রণা, হজমের গোলমাল, ত্বকের রুক্ষতা, এমনকি চোখের সমস্যা—সব কিছুর প্রতিকার লুকিয়ে থাকতে পারে এই নাভির মধ্যে। আপনি যদি ব্যস্ততায় পুরো শরীরে তেল মেখে স্নান করতে না পারেন, তবে নাভিতে কয়েক ফোঁটা তেল মেখে ঘুমোতে যাওয়াই হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় আশীর্বাদ। (Representative Image: AI)
advertisement
advertisement
শরীরের বিভিন্ন সমস্যা থেকে দ্রুত আরাম পেতে অনেক সময়েই কিছু ঘরোয়া উপায়ের প্রয়োজন পড়ে। এমনই একটি পদ্ধতি হল— নাভিতে তেল দেওয়া। বিশেষ করে যাঁরা পুরো শরীরে তেল মেখে স্নান করতে পারেন না, তাঁদের জন্য এটি একটি সহজ এবং কার্যকরী উপায়। বহু প্রাচীনকাল থেকেই ঠাকুমা-দিদিমাদের ঘরোয়া চিকিৎসার অংশ হিসেবে এই পদ্ধতি চলে আসছে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement