Human Body: কারও মাথা ঘামে, কারও বা বাহুমূল, হাত-পা...কিন্তু বলুন তো, শরীরের কোন অংশ কখনও ঘামে না? উত্তরটা কিন্তু মজার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্রচণ্ড গরমে কিংবা বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে ঘাম হওয়া স্বাভাবিক। ঘামের মাধ্যমে শরীরে জমা টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। আমাদের শরীরের প্রায় সর্বত্র ঘাম গ্রন্থি রয়েছে যা থেকে ঘাম নির্গত হয়। কেউ বেশি ঘামে, কেউ কম ঘামে! কিন্তু ঘামে সবাই-ই!
advertisement
advertisement
কারও ঘাড়ে-গলায় ঘাম হয়, কারও মাথায় ঘাম জমে, কারও মুখ থেকে টুপটুপিয়ে ঘাম পড়ে, অনেকের বাহুমূলে ঘাম জমে দুর্গন্ধের সৃষ্টি হয়, শীতে অনেকের পায়ের পাতায় ঘাম জমে পচা গন্ধ বার হয়! ঘাম উপকারী হলেও ঘামের বিরম্বনাও ঢের! কিন্তু আপনি কি জানেন, যতই গরম লাগুক বা যতই পরিশ্রম, উদ্বেগ বা মানসিক চাপ হোক, শরীরের একটি অংশ কখনওই ঘামে না! কোন অংশটি জানেন?
advertisement
advertisement
advertisement
গরমকালে ঘাম হওয়া স্বাভাবিক! কিন্তু অতিরিক্ত ঘাম হওয়া স্বাভাবিক নয়। চিকিৎসা পরিভাষায় এই পরিস্থিতিকে বলে 'হাইপারহাইড্রোসিস'। যাঁদের সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র অতিসক্রিয়, তাঁরা অনেকসময় অতিরিক্ত ঘামে। অতিরিক্ত ওজন, ডায়াবিটিস, থাইরয়েড হরমোনের সমতা বিঘ্নিত হলেও মানুষ বেশি ঘামে। অনেকক্ষেত্রে এই সমস্যা জিনগতও।