Human Body: কারও মাথা ঘামে, কারও বা বাহুমূল, হাত-পা...কিন্তু বলুন তো, শরীরের কোন অংশ কখনও ঘামে না? উত্তরটা কিন্তু মজার

Last Updated:
প্রচণ্ড গরমে কিংবা বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে ঘাম হওয়া স্বাভাবিক। ঘামের মাধ্যমে শরীরে জমা টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। আমাদের শরীরের প্রায় সর্বত্র ঘাম গ্রন্থি রয়েছে যা থেকে ঘাম নির্গত হয়। কেউ বেশি ঘামে, কেউ কম ঘামে! কিন্তু ঘামে সবাই-ই!
1/6
এই বৃষ্টি তো এই প্যাচপেচে গরম! শীতের দু-তিন মাস বাদ দিলে এখন গোটা বছরই মানুষ ঘামে! অতিরিক্ত গরম, পরিশ্রম, ভয়, উদ্বেগ, বা মানসিক চাপের মতো বিভিন্ন কারণে ঘাম হয়, যা শরীরের অতিরিক্ত তাপ বার করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
এই বৃষ্টি তো এই প্যাচপেচে গরম! শীতের দু-তিন মাস বাদ দিলে এখন গোটা বছরই মানুষ ঘামে! অতিরিক্ত গরম, পরিশ্রম, ভয়, উদ্বেগ, বা মানসিক চাপের মতো বিভিন্ন কারণে ঘাম হয়, যা শরীরের অতিরিক্ত তাপ বার করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
advertisement
2/6
প্রচণ্ড গরমে কিংবা বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে ঘাম হওয়া স্বাভাবিক। ঘামের মাধ্যমে শরীরে জমা টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। আমাদের শরীরের প্রায় সর্বত্র ঘাম গ্রন্থি রয়েছে যা থেকে ঘাম নির্গত হয়। কেউ বেশি ঘামে, কেউ কম ঘামে! কিন্তু ঘামে সবাই-ই!
প্রচণ্ড গরমে কিংবা বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে ঘাম হওয়া স্বাভাবিক। ঘামের মাধ্যমে শরীরে জমা টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। আমাদের শরীরের প্রায় সর্বত্র ঘাম গ্রন্থি রয়েছে যা থেকে ঘাম নির্গত হয়। কেউ বেশি ঘামে, কেউ কম ঘামে! কিন্তু ঘামে সবাই-ই!
advertisement
3/6
কারও ঘাড়ে-গলায় ঘাম হয়, কারও মাথায় ঘাম জমে, কারও মুখ থেকে টুপটুপিয়ে ঘাম পড়ে, অনেকের বাহুমূলে ঘাম জমে দুর্গন্ধের সৃষ্টি হয়, শীতে অনেকের পায়ের পাতায় ঘাম জমে পচা গন্ধ বার হয়! ঘাম উপকারী হলেও ঘামের বিরম্বনাও ঢের! কিন্তু আপনি কি জানেন, যতই গরম লাগুক বা যতই পরিশ্রম, উদ্বেগ বা মানসিক চাপ হোক, শরীরের একটি অংশ কখনওই ঘামে না! কোন অংশটি জানেন?

কারও ঘাড়ে-গলায় ঘাম হয়, কারও মাথায় ঘাম জমে, কারও মুখ থেকে টুপটুপিয়ে ঘাম পড়ে, অনেকের বাহুমূলে ঘাম জমে দুর্গন্ধের সৃষ্টি হয়, শীতে অনেকের পায়ের পাতায় ঘাম জমে পচা গন্ধ বার হয়! ঘাম উপকারী হলেও ঘামের বিরম্বনাও ঢের! কিন্তু আপনি কি জানেন, যতই গরম লাগুক বা যতই পরিশ্রম, উদ্বেগ বা মানসিক চাপ হোক, শরীরের একটি অংশ কখনওই ঘামে না! কোন অংশটি জানেন?
advertisement
4/6
কোন অঙ্গে ঘাম হয় না? উত্তর হল ঠোঁট। ঠোঁট কখনও ঘামে না। কিন্তু কারণ কী? কেন ঠোঁট ঘামে না?
কোন অঙ্গে ঘাম হয় না? উত্তর হল ঠোঁট। ঠোঁট কখনও ঘামে না। কিন্তু কারণ কী? কেন ঠোঁট ঘামে না?
advertisement
5/6
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমাদের গোটা শরীরে ত্বকে ঘাম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড থাকে, সেখান থেকে ঘাম নির্গত হয়। কিন্তু ঠোঁটে কোনও ঘাম গ্রন্থি নেই। তাই আমাদের ঠোঁটে কখনও ঘামে না।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমাদের গোটা শরীরে ত্বকে ঘাম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড থাকে, সেখান থেকে ঘাম নির্গত হয়। কিন্তু ঠোঁটে কোনও ঘাম গ্রন্থি নেই। তাই আমাদের ঠোঁটে কখনও ঘামে না।
advertisement
6/6
গরমকালে ঘাম হওয়া স্বাভাবিক! কিন্তু অতিরিক্ত ঘাম হওয়া স্বাভাবিক নয়। চিকিৎসা পরিভাষায় এই পরিস্থিতিকে বলে  'হাইপারহাইড্রোসিস'। যাঁদের সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র অতিসক্রিয়, তাঁরা অনেকসময় অতিরিক্ত ঘামে। অতিরিক্ত ওজন, ডায়াবিটিস, থাইরয়েড হরমোনের সমতা বিঘ্নিত হলেও মানুষ বেশি ঘামে। অনেকক্ষেত্রে এই সমস্যা জিনগতও।
গরমকালে ঘাম হওয়া স্বাভাবিক! কিন্তু অতিরিক্ত ঘাম হওয়া স্বাভাবিক নয়। চিকিৎসা পরিভাষায় এই পরিস্থিতিকে বলে 'হাইপারহাইড্রোসিস'। যাঁদের সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র অতিসক্রিয়, তাঁরা অনেকসময় অতিরিক্ত ঘামে। অতিরিক্ত ওজন, ডায়াবিটিস, থাইরয়েড হরমোনের সমতা বিঘ্নিত হলেও মানুষ বেশি ঘামে। অনেকক্ষেত্রে এই সমস্যা জিনগতও।
advertisement
advertisement
advertisement