Skin Care Tips|| কোমল ত্বক পেতে মধুর জবাব নেই! কীভাবে ব্যবহার করবেন? রইল টিপস...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
How to use honey to get soft skin: শীতে ত্বকের যত্নে মধু ব্যবহার করতে পারেন। ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মধু আমাদের ত্বককে কোমল করতে সাহায্য করে।
*ঋতু অনুযায়ী আমাদের ত্বকের যত্নের রুটিন পরিবর্তিত হয়। শীতে বা ঋতু পরিবর্তন শীতের সময়ে ত্বক শুষ্ক এবং নিস্তেজ দেখায়। ফলে নিয়মিত বিরতিতে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। শীতে ত্বকের যত্নে মধু ব্যবহার করতে পারেন। ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মধু আমাদের ত্বককে কোমল করতে সাহায্য করে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*ওটস এবং মধু: একটি পাত্রে ২-৩ টেবিল চামচ ওটস পাউডার নিন। এতে সামান্য মধু যোগ করুন। একসাথে মিশিয়ে নিন। প্রয়োজনে একটু জল দিন মিশ্রন তরল করতে। এ বারে সারা মুখে এবং ঘাড়ে লাগান। কয়েক মিনিটের জন্য আলতোভাবে স্ক্রাব করুন। ১০-১৫ মিনিটের জন্য রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
