Thin Eye Brow: ভ্রু খুব পাতলা হয়ে যাচ্ছে? এই উপায় মানলে নিমেষে ঘন, কালো রোমে ভরে যাবে আইব্রো

Last Updated:
ভ্রু খুব পাতলা হয়ে যাচ্ছে? এই উপায় মানলে নিমেষে ঘন, কালো রোমে ভরে যাবে আইব্রো
1/5
আইব্রো ঝরে পড়ছে? চাইলেও মোটা করতে পারা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ঘরোয়া টোটকাতেই বাজিমাত হতে পারে। কিছু ঘরের এমন জিনিস আছে। ফার্ম ইজির মতে অ্যালোভেরা জেল ভ্রু মোটা করতে অত্যন্ত সহায়ক। রোজ রাতে ভ্রুতে অ্যালোভেরা জেল হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এতে আইব্রো ঘন এবং মোটা হবে।
আইব্রো ঝরে পড়ছে? চাইলেও মোটা করতে পারা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ঘরোয়া টোটকাতেই বাজিমাত হতে পারে। কিছু ঘরের এমন জিনিস আছে। ফার্ম ইজির মতে অ্যালোভেরা জেল ভ্রু মোটা করতে অত্যন্ত সহায়ক। রোজ রাতে ভ্রুতে অ্যালোভেরা জেল হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এতে আইব্রো ঘন এবং মোটা হবে।
advertisement
2/5
হেল্থলাইনের মতে নারকেল তেল আইব্রো ঘন করতে অত্যন্ত সহায়ক। তাই নারকেল তেলও ব্যবহার করা যেতে পারে।
হেল্থলাইনের মতে নারকেল তেল আইব্রো ঘন করতে অত্যন্ত সহায়ক। তাই নারকেল তেলও ব্যবহার করা যেতে পারে।
advertisement
3/5
নিউস্ক্র্যাবের মতে, কাঁচা দুধ ও ভ্রু ঘন ও লম্বা করতে অত্য়ন্ত কার্যকর।
নিউস্ক্র্যাবের মতে, কাঁচা দুধ ও ভ্রু ঘন ও লম্বা করতে অত্য়ন্ত কার্যকর।
advertisement
4/5
ফার্ম ইজির মতে আইব্রো ঘন করতে অত্যন্ত কার্যকর পেঁয়াজের রস।
ফার্ম ইজির মতে আইব্রো ঘন করতে অত্যন্ত কার্যকর পেঁয়াজের রস।
advertisement
5/5
হেল্থ লাইনের মতে আইব্রো ঘন ও লম্বা করতে অলিভ অয়েলের জুরি মেলা ভার। তাই আকর্ষণীয়  ভ্রু  পেতে অলিভ অয়েল ব্যবহার করতে হবে।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
হেল্থ লাইনের মতে আইব্রো ঘন ও লম্বা করতে অলিভ অয়েলের জুরি মেলা ভার। তাই আকর্ষণীয়  ভ্রু  পেতে অলিভ অয়েল ব্যবহার করতে হবে।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement