Cooling Tips: এসি-কুলার লাগবে না! টাকা খরচ ছাড়াই ঘর থাকবে বরফের মতো ঠান্ডা! ছোট্ট টিপসেই গরম থেকে রেহাই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Cooling Tips: ঘর ঠান্ডা রাখার জন্য কুলার এবং এসির সাহায্য নিচ্ছে। কিন্তু এগুলির ক্রমাগত ব্যবহারের কারণে বিদ্যুৎ বিলও ক্রমাগত বাড়ছে। কিন্তু ঘর ঠান্ডা রাখার জন্য অন্য ব্যবস্থাও গ্রহণ করতে পারেন।
advertisement
advertisement
advertisement
ঘরের ছাদে চুনের একটি স্তর প্রয়োগ করুন। এর জন্য বাজার থেকে একটি পিক এনে রাতভর লোহার বালতিতে গলিয়ে রাখুন। এবার সকালে ফেভিকল লাগান এবং ছাদে যেভাবে রঙ করা হয়, সেভাবে পুরু স্তরে লাগান। এটিকে ২৪ ঘণ্টা শুকোতে দিন, তারপর ঘন না হওয়া পর্যন্ত এক থেকে দু'টি স্তরে চুন লাগান। এতে ছাদ গরম হবে না এবং ঘরের তাপমাত্রায় ছ'থেকে সাত ডিগ্রির পার্থক্য দেখতে পাবেন।
advertisement
advertisement