How To Get Rid Of Cockroach : আরশোলার যম, ১ টাকাও খরচা হবে না, কয়েকটা ঘরোয়া উপকরণ রাখলেই ঘরের ধারেকাছেও ঘেঁষবে না এই ঘিনঘিনে পোকা...

Last Updated:
How to get rid Of Cockroach: বাড়ির পরিবেশ সুস্থ রাখতে আমাদেরকে আরশোলা তাড়াতেই হবে৷ দেখে নিন কয়েকটি ঘরোয়া উপকরণ৷ তাতে ১ টাকারও কম খরচায় আরশোলা থেকে মুক্তি পাবেন৷
1/6
বাড়ি যতই ভাল থাকুক না কেন! এই প্রাণীটি ঠিক ঘাপটি মেরে ঘরের কোণাতে লুকিয়ে বসে থাকে৷ বাজার থেকে দামি স্প্রে থেকে ঘরোয়া টোটকা সবকিছুই করা হয়৷ কিন্তু এই আরশোলা থেকে যেন কোনও নিস্তার নেই
বাড়ি যতই ভাল থাকুক না কেন! এই প্রাণীটি ঠিক ঘাপটি মেরে ঘরের কোণাতে লুকিয়ে বসে থাকে৷ বাজার থেকে দামি স্প্রে থেকে ঘরোয়া টোটকা সবকিছুই করা হয়৷ কিন্তু এই আরশোলা থেকে যেন কোনও নিস্তার নেই
advertisement
2/6
কিন্তু বাড়ির পরিবেশ সুস্থ রাখতে আমাদেরকে আরশোলা তাড়াতেই হবে৷ দেখে নিন কয়েকটি ঘরোয়া উপকরণ৷ তাতে ১ টাকারও কম খরচায় আরশোলা থেকে মুক্তি পাবেন৷
কিন্তু বাড়ির পরিবেশ সুস্থ রাখতে আমাদেরকে আরশোলা তাড়াতেই হবে৷ দেখে নিন কয়েকটি ঘরোয়া উপকরণ৷ তাতে ১ টাকারও কম খরচায় আরশোলা থেকে মুক্তি পাবেন৷
advertisement
3/6
বেকিং সোডাসাধারণ আরশোলা চিনি পছন্দ করেন৷ বেকিং সোডার সঙ্গে চিনির মিশ্রণ তৈরি করে নিন৷ তারপর ঘরের কোণে ছড়িয়ে দিন৷ এতে আরশোলারা মরে যেতে বাধ্য৷
বেকিং সোডাসাধারণ আরশোলা চিনি পছন্দ করেন৷ বেকিং সোডার সঙ্গে চিনির মিশ্রণ তৈরি করে নিন৷ তারপর ঘরের কোণে ছড়িয়ে দিন৷ এতে আরশোলারা মরে যেতে বাধ্য৷
advertisement
4/6
বোরিক অ্যাসিডআটা, ময়দার সঙ্গে এই পাউডার মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিন। তবে লক্ষ রাখুন, পাউডারটি যাতে ভেজা না থাকে৷ তবে বাড়িতে বাচ্চা বা পোষ্য থাকলে এই পাউডার ব্যবহার করবে না৷
বোরিক অ্যাসিডআটা, ময়দার সঙ্গে এই পাউডার মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিন। তবে লক্ষ রাখুন, পাউডারটি যাতে ভেজা না থাকে৷ তবে বাড়িতে বাচ্চা বা পোষ্য থাকলে এই পাউডার ব্যবহার করবে না৷
advertisement
5/6
তেজপাতাআরশোলাদের যদি মারতে না চান সেক্ষেত্রে তেজপাতার ব্যবহার করুন৷  আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘরের কোণে কোণে তেজপাতার গুঁড়ো ছিটিয়ে দিলে আরশোলা পালাবে। যেসব জায়গায় আরশোলা আসার আশঙ্কা রয়েছে সেই সব জায়গাতেও এই তেজপাতা ফুটিয়ে সেই জল ছিটিয়ে দিতে পারেন৷
তেজপাতাআরশোলাদের যদি মারতে না চান সেক্ষেত্রে তেজপাতার ব্যবহার করুন৷ আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘরের কোণে কোণে তেজপাতার গুঁড়ো ছিটিয়ে দিলে আরশোলা পালাবে। যেসব জায়গায় আরশোলা আসার আশঙ্কা রয়েছে সেই সব জায়গাতেও এই তেজপাতা ফুটিয়ে সেই জল ছিটিয়ে দিতে পারেন৷
advertisement
6/6
গোলমরিচ, পিঁয়াজ, রসুনগোলমরিচ, পিঁয়াজ, রসুন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেই মিশ্রণটিতে ১ লিটার জল দিন৷  এই জলটি বাড়ির যেসব স্থানে আরশোলার আনাগোনা থাকে সেখানে স্প্রে করে দিন। এর গন্ধে আরশোলা ধারে-কাছেও ঘেষবে না।
গোলমরিচ, পিঁয়াজ, রসুনগোলমরিচ, পিঁয়াজ, রসুন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেই মিশ্রণটিতে ১ লিটার জল দিন৷ এই জলটি বাড়ির যেসব স্থানে আরশোলার আনাগোনা থাকে সেখানে স্প্রে করে দিন। এর গন্ধে আরশোলা ধারে-কাছেও ঘেষবে না।
advertisement
advertisement
advertisement