How to get rid from House Fly|| ঘরময় মাছি ভনভন করে? দু'মিনিটে মাছি তাড়ানোর ৫ একেবারে সহজ উপায় রয়েছে, জানুন

Last Updated:
How to get rid from House Fly: মশা-মাছির উপদ্রব খুবই সাধারণ বিষয়। মশা, মাছির অত্যাচারে মানুষ জেরবার। পতঙ্গ তাড়ানোর জন্য যতই ধুপ, কয়েল কিংবা স্প্রে ব্যবহার করুন না কেন, তার প্রভাব থাকে মাত্র কয়েক ঘণ্টা, রইল মাছি তাড়ানোর ঘরোয়া সমাধান...
1/7
*মশা-মাছির উপদ্রব খুবই সাধারণ বিষয়। গ্রাম-শহর নির্বিশেষে মানুষ মশা, মাছির অত্যাচারে জেরবার। পতঙ্গ তাড়ানোর জন্য যতই ধুপ, কয়েল কিংবা স্প্রে ব্যবহার করুন না কেন, তার প্রভাব থাকে মাত্র কয়েক ঘণ্টা। তাই জেনে নিন মাছি তাড়ানোর ঘরোয়া সমাধান। সংগৃহীত ছবি। 
*মশা-মাছির উপদ্রব খুবই সাধারণ বিষয়। গ্রাম-শহর নির্বিশেষে মানুষ মশা, মাছির অত্যাচারে জেরবার। পতঙ্গ তাড়ানোর জন্য যতই ধুপ, কয়েল কিংবা স্প্রে ব্যবহার করুন না কেন, তার প্রভাব থাকে মাত্র কয়েক ঘণ্টা। তাই জেনে নিন মাছি তাড়ানোর ঘরোয়া সমাধান। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*আবর্জনা, নোংরা থেকে মাছি উড়ে এসে খাবারে বসে। খাবার খোলা রাখলে তাতে মাছি বসলেই বিপদ। সেই খাবার খেলে মানুষের নানা রোগ হতে পারে। এমনকি হাসপাতালেও পর্যন্ত ভর্তি হতে পারে। সংগৃহীত ছবি। 
*আবর্জনা, নোংরা থেকে মাছি উড়ে এসে খাবারে বসে। খাবার খোলা রাখলে তাতে মাছি বসলেই বিপদ। সেই খাবার খেলে মানুষের নানা রোগ হতে পারে। এমনকি হাসপাতালেও পর্যন্ত ভর্তি হতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*মাছির সর্বাঙ্গে লেগে থাকে বিভিন্ন জীবাণু, যা রোগ বহন করে। রান্নাঘর অপরিষ্কার থাকলে মাছি আসবেই। এই সমস্যা দূর করার জন্য রয়েছে কিছু সমাধান। সংগৃহীত ছবি। 
*মাছির সর্বাঙ্গে লেগে থাকে বিভিন্ন জীবাণু, যা রোগ বহন করে। রান্নাঘর অপরিষ্কার থাকলে মাছি আসবেই। এই সমস্যা দূর করার জন্য রয়েছে কিছু সমাধান। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দিন। নুন-জলের স্প্রে মাছি সহ্য করতে পারে না। সংগৃহীত ছবি। 
*একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দিন। নুন-জলের স্প্রে মাছি সহ্য করতে পারে না। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*মাছি তাড়ানোর জন্য এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রেখুন। দুধের এই মিশ্রণ থাকলে রান্নাঘরে মাছি আসবে না। সংগৃহীত ছবি। 
*মাছি তাড়ানোর জন্য এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রেখুন। দুধের এই মিশ্রণ থাকলে রান্নাঘরে মাছি আসবে না। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*ভিনিগার দিয়ে মাছি মেরে ফেলা যায়। মাছি ভিনিগারের গন্ধে আকৃষ্ট হয়। একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। থলির গায়ে ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আর সেখান থেকে মাছি বেরিয়ে আসতে পারে না। সংগৃহীত ছবি। 
*ভিনিগার দিয়ে মাছি মেরে ফেলা যায়। মাছি ভিনিগারের গন্ধে আকৃষ্ট হয়। একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। থলির গায়ে ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আর সেখান থেকে মাছি বেরিয়ে আসতে পারে না। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*মাছি তাড়ানোর জন্য কাগজের চোঙা ব ব্যবহার করতে পারেন। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা রাখুন, মাছির উপদ্রব কমবে। এটি আসলে মাছি ধরার ফাঁদ। সংগৃহীত ছবি।
*মাছি তাড়ানোর জন্য কাগজের চোঙা ব ব্যবহার করতে পারেন। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা রাখুন, মাছির উপদ্রব কমবে। এটি আসলে মাছি ধরার ফাঁদ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement