Nail Art: বিয়ে থেকে বসন্ত উৎসব! নখ সজ্জার দারুণ টিপস, তাক লাগিয়ে দেবেন সহজেই

Last Updated:
Nail Art: লাল, গোলাপি, খয়েরি, নখে পরিচিত কয়েকটি রঙের নেলপলিশের প্রলেপ দিলেই ইদানীং সাজ সম্পূর্ণ হচ্ছে না। নখে শুধু রঙ নয়, সঙ্গে থাকছে চুমকি, অভ্র, পাথর, ফুলছাপের নকশা।
1/6
বিয়ের অনুষ্ঠানের একটা বড় অংশ জুড়ে থাকে সাজগোজ। পোশাক থেকে শুরু করে মেকআপ পর্যন্ত নানা বিষয়ের দিকে নজর রাখতেই হয়!
বিয়ের অনুষ্ঠানের একটা বড় অংশ জুড়ে থাকে সাজগোজ। পোশাক থেকে শুরু করে মেকআপ পর্যন্ত নানা বিষয়ের দিকে নজর রাখতেই হয়!
advertisement
2/6
ধীরে ধীরে নখসজ্জা সাজগোজের অঙ্গ হয়ে উঠছে। বিয়ে কিংবা বিশেষ উৎসব, অনুষ্ঠানে তো বটেই, এমনকি ১২ মাসই নখ সাজিয়ে রাখেন অনেকে।
ধীরে ধীরে নখসজ্জা সাজগোজের অঙ্গ হয়ে উঠছে। বিয়ে কিংবা বিশেষ উৎসব, অনুষ্ঠানে তো বটেই, এমনকি ১২ মাসই নখ সাজিয়ে রাখেন অনেকে।
advertisement
3/6
লাল, গোলাপি, খয়েরি- নখে পরিচিত কয়েকটি রঙের নেলপলিশের প্রলেপ দিলেই ইদানীং সাজ সম্পূর্ণ হচ্ছে না। নখে শুধু রঙ নয়, সঙ্গে থাকছে চুমকি, অভ্র, পাথর, ফুলছাপের নকশা।
লাল, গোলাপি, খয়েরি- নখে পরিচিত কয়েকটি রঙের নেলপলিশের প্রলেপ দিলেই ইদানীং সাজ সম্পূর্ণ হচ্ছে না। নখে শুধু রঙ নয়, সঙ্গে থাকছে চুমকি, অভ্র, পাথর, ফুলছাপের নকশা।
advertisement
4/6
নখের উপর সাদা আর কালো দিয়ে দাবার ছকের মতো নকশা করতে পারেন। এই ধরনের কারুকাজ অনেকেই পছন্দ করেন। কালো এবং সাদা রঙের এই নকশায় বেশ সুন্দর হয়ে উঠবে।
নখের উপর সাদা আর কালো দিয়ে দাবার ছকের মতো নকশা করতে পারেন। এই ধরনের কারুকাজ অনেকেই পছন্দ করেন। কালো এবং সাদা রঙের এই নকশায় বেশ সুন্দর হয়ে উঠবে।
advertisement
5/6
নখের উপর ফুল, পাতা, আবার কখনও বিভিন্ন নকশা দেখতে পাওয়া যায়। সূক্ষ্ম সূক্ষ্ম দেখে চোখ ও মন দুই-ই ভরে যেতে পারে।
নখের উপর ফুল, পাতা, আবার কখনও বিভিন্ন নকশা দেখতে পাওয়া যায়। সূক্ষ্ম সূক্ষ্ম দেখে চোখ ও মন দুই-ই ভরে যেতে পারে।
advertisement
6/6
নখ জুড়ে ধূসরতা ভাল লাগে অনেকেরই। নখের এই ধরনের নকশার সবচেয়ে বড় সুবিধা হল, যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যায়। পোশাকের রঙ যা-ই হোক না কেন, নখে এমন নকশা কখনওই বেমানান লাগে না।
নখ জুড়ে ধূসরতা ভাল লাগে অনেকেরই। নখের এই ধরনের নকশার সবচেয়ে বড় সুবিধা হল, যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যায়। পোশাকের রঙ যা-ই হোক না কেন, নখে এমন নকশা কখনওই বেমানান লাগে না।
advertisement
advertisement
advertisement